ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ছন্দ ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে নীতীশ রানার দল। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ লেগ-স্পিনার সূয়শ শর্মা। তিনি দলের ভরসা।
07:20 PM (IST) Apr 09
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। টানা ৫টি ওভার-বাউন্ডারি মেরে কেকেআর-কে -জেতালেন রিঙ্কু সিং।
07:00 PM (IST) Apr 09
পরপর ৩ বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান।
06:58 PM (IST) Apr 09
১৭-তম ওভারে পরপর ২ বলে উইকেট নিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান। আন্দ্রে রাসেলের পর আউট সুনীল নারিন (০)। ১৫৫ রানে ৬ উইকেট হারাল কেকেআর।
06:57 PM (IST) Apr 09
২ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেল।
06:51 PM (IST) Apr 09
৪০ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫৪ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
06:35 PM (IST) Apr 09
২৯ বলে ৪৫ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ১২৮ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
06:23 PM (IST) Apr 09
কলকাতা নাইট রাইডার্সের হয়ে লড়াই চালাচ্ছেন অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।
06:01 PM (IST) Apr 09
৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৪৩। নীতীশ রানা ৪ ও ভেঙ্কটেশ আইয়ার ১৮ রানে অপরাজিত।
05:51 PM (IST) Apr 09
৬ রান করে আউট কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশন। ২৮ রানে ২ উইকেট হারাল কেকেআর।
05:43 PM (IST) Apr 09
১৫ রান করে মহম্মদ সামির বলে আউট কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ। প্রথম উইকেট হারাল কেকেআর।
05:38 PM (IST) Apr 09
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রান তাড়া করছেন রহমানউল্লা গুরবাজ ও এন জগদীশন।
05:16 PM (IST) Apr 09
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেটে ২০৪ রান করল গুজরাট টাইটানস। ২৪ বলে ৬৩ রান করে অপরাজিত বিজয় শঙ্কর।
05:02 PM (IST) Apr 09
৩৮ বলে ৫৩ রান করে সুনীল নারিনের বলে অনুকূল রায়ের হাতে ধরা পড়লেন সাই সুদর্শন। ১৫৩ রানে ৪ উইকেট হারাল গুজরাট টাইটানস।
04:59 PM (IST) Apr 09
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সাই সুদর্শন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন সুদর্শন।
04:40 PM (IST) Apr 09
১৪ রান করে সূযশ শর্মার বলে বোল্ড হয়ে গেলেন অভিনব মনোহর। ১১৮ রানে ৩ উইকেট হারাল গুজরাট টাইটানস।
04:30 PM (IST) Apr 09
৩১ বলে ৩৯ রান করে সুনীল নারিনের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়লেন শুবমান গিল। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারাল গুজরাট টাইটানস।
04:18 PM (IST) Apr 09
শুবমান গিল ও সাই সুদর্শন জুটি ৩২ বলে ৫০ রান যোগ করল। এই দুই ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
04:14 PM (IST) Apr 09
ঋদ্ধিমান সাহা আউট হয়ে গেলেও, গুজরাট টাইটানসের হয়ে ভালো ব্যাটিং করছেন শুবমান গিল ও সাই সুদর্শন। ঘরের মাঠে বড় স্কোরের লক্ষ্যে গুজরাট।
03:54 PM (IST) Apr 09
সুনীল নারিনের বলে অসাধারণ ক্যাচ নিয়ে ঋদ্ধিমান সাহাকে আউট করে দিলেন এন জগদীশন। ১৭ রান করে ফিরে গেলেন ঋদ্ধিমান। ৩৩ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
03:29 PM (IST) Apr 09
গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ঋদ্ধিমান।
03:12 PM (IST) Apr 09
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লা গুরবাজ, এন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, সূযশ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
03:10 PM (IST) Apr 09
গুজরাট টাইটানস দল- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান (অধিনায়ক), মহম্মদ সামি, আলজারি জোশেফ ও যশ দয়াল।
03:03 PM (IST) Apr 09
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান।