আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার দল। তবে রোহিত শর্মারাও লড়াই করতে তৈরি। ফলে জমজমাট ম্যাচের অপেক্ষা।
12:05 AM (IST) May 27
মুম্বই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়ে ফের আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটানস।
11:50 PM (IST) May 26
মোহিত শর্মার চতুর্থ শিকার পীযূষ চাওলা। ৯ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
11:48 PM (IST) May 26
১৬১ রানে ৮ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস। আউট হয়ে গেলেন ক্রিস জর্ডান। গুজরাট টাইটানসের জয় নিশ্চিত।
11:41 PM (IST) May 26
৭ বলে ৫ রান করে মোহিত শর্মার বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিষ্ণু বিনোদ। ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
11:38 PM (IST) May 26
৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ১৫৫ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
11:32 PM (IST) May 26
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে লড়াই চালাচ্ছেন সূর্যকুমার যাদব। ৩৩ বলে অর্ধশতরান করলেন এই তারকা ব্যাটার।
11:16 PM (IST) May 26
২০ বলে ৩০ রান করে জশুয়া লিটলের বলে বোল্ড হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ১২৪ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
11:06 PM (IST) May 26
জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ানসের দরকার ১০ ওভারে ১২৪ রান। ক্রিজে সূর্যকুমার যাদব (৩৩) ও ক্যামেরন গ্রিন (২১)।
10:48 PM (IST) May 26
১৪ বলে ৪৩ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে গেলেন তিলক ভার্মা। ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ৩ উইকেটে ৭২।
10:31 PM (IST) May 26
৭ বলে ৮ রান করে মহম্মদ সামির বলে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ২১ রানে ২ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
10:20 PM (IST) May 26
৩ বলে ৪ রান করে মহম্মদ সামির বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে আউট মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার নেহাল ওয়াধেরা।
10:11 PM (IST) May 26
টার্গেট ২৩৪। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও নেহাল ওয়াধেরা।
09:56 PM (IST) May 26
শুবমান গিলের অসাধারণ ইনিংসের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩ উইকেটে ২৩৩ রান করল গুজরাট টাইটানস।
09:50 PM (IST) May 26
শেষ ওভারের আগে রিটায়ার্ড আউট হয়ে গেলেন সাই সুদর্শন। তাঁর পরিবর্তে ক্রিজে রশিদ খান।
09:44 PM (IST) May 26
১৮ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ২০৫। অর্ধশতরানের পথে সাই সুদর্শন।
09:35 PM (IST) May 26
৬০ বলে ১২৯ রান করে আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল। দ্বিতীয় উইকেট হারাল গুজরাট টাইটানস।
09:16 PM (IST) May 26
আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরান শুবমান গিলের।
09:03 PM (IST) May 26
আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরানের পথে শুবমান গিল।
08:49 PM (IST) May 26
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩২ বলে ৫০ রান করলেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। ফাফ ডু প্লেসিকে টপকে এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন শুবমান।
08:33 PM (IST) May 26
১৬ বলে ১৮ রান করে পীযূষ চাওলার বলে স্টাম্প হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। ৫৪ রানে প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস।
08:30 PM (IST) May 26
পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫০ রান করল গুজরাট টাইটানস। ঋদ্ধিমান সাহা ১৮ ও শুবমান গিল ৩১ রানে অপরাজিত।
08:21 PM (IST) May 26
গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। চলছে জমজমাট লড়াই।
07:56 PM (IST) May 26
গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ সামি।
07:54 PM (IST) May 26
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- ঈশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয় ও আকাশ মাধওয়াল।
07:47 PM (IST) May 26
আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে মুম্বই ইন্ডিয়ানস।
07:21 PM (IST) May 26
আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হবে সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
07:19 PM (IST) May 26
বৃষ্টি থামার পর মাঠে নেমে ওয়ার্ম-আপ করছেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারা।
07:10 PM (IST) May 26
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার দেরিতে শুরু হচ্ছে। এখনও টস হয়নি।