Asianet News | Published : May 26, 2023 1:28 PM IST / Updated: May 27 2023, 12:05 AM IST

IPL 2023: মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়ে ফের আইপিএল ফাইনালে গুজরাট টাইটানস

সংক্ষিপ্ত

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার দল। তবে রোহিত শর্মারাও লড়াই করতে তৈরি। ফলে জমজমাট ম্যাচের অপেক্ষা।

12:05 AM (IST) May 27

১৭১ রানে অলআউট মুম্বই ইন্ডিয়ানস, সহজ জয় গুজরাট টাইটানসের

মুম্বই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়ে ফের আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটানস।

11:50 PM (IST) May 26

০ রানে আউট পীযূষ চাওলা, ৯ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

মোহিত শর্মার চতুর্থ শিকার পীযূষ চাওলা। ৯ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

11:48 PM (IST) May 26

৮ উইকেট হারিয়ে আইপিএল থেকে বিদায় নেওয়ার পথে মুম্বই ইন্ডিয়ানস

১৬১ রানে ৮ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস। আউট হয়ে গেলেন ক্রিস জর্ডান। গুজরাট টাইটানসের জয় নিশ্চিত।

11:41 PM (IST) May 26

৫ রান করে আউট বিষ্ণু বিনোদ, ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

৭ বলে ৫ রান করে মোহিত শর্মার বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিষ্ণু বিনোদ। ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

11:38 PM (IST) May 26

৩৮ বলে ৬১ রান করে আউট সূর্যকুমার যাদব, ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ১৫৫ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

11:32 PM (IST) May 26

৩৩ বলে অর্ধশতরান সূর্যকুমার যাদবের

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে লড়াই চালাচ্ছেন সূর্যকুমার যাদব। ৩৩ বলে অর্ধশতরান করলেন এই তারকা ব্যাটার।

11:16 PM (IST) May 26

২০ বলে ৩০ রান করে আউট ক্যামেরন গ্রিন

২০ বলে ৩০ রান করে জশুয়া লিটলের বলে বোল্ড হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ১২৪ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

11:06 PM (IST) May 26

১০ ওভারের শেষ মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ৩ উইকেটে ১১০

জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ানসের দরকার ১০ ওভারে ১২৪ রান। ক্রিজে সূর্যকুমার যাদব (৩৩) ও ক্যামেরন গ্রিন (২১)।

10:48 PM (IST) May 26

পাওয়ার প্লে শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ৩ উইকেটে ৭২

১৪ বলে ৪৩ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে গেলেন তিলক ভার্মা। ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ৩ উইকেটে ৭২।

10:31 PM (IST) May 26

৭ বলে ৮ রান করে আউট মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা

৭ বলে ৮ রান করে মহম্মদ সামির বলে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ২১ রানে ২ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

10:20 PM (IST) May 26

ওপেন করতে নেমে মাত্র ৪ রানেই আউট নেহাল ওয়াধেরা

৩ বলে ৪ রান করে মহম্মদ সামির বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে আউট মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার নেহাল ওয়াধেরা।

10:11 PM (IST) May 26

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও নেহাল ওয়াধেরা

টার্গেট ২৩৪। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও নেহাল ওয়াধেরা।

09:56 PM (IST) May 26

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩ উইকেটে ২৩৩ রান করল গুজরাট টাইটানস

শুবমান গিলের অসাধারণ ইনিংসের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩ উইকেটে ২৩৩ রান করল গুজরাট টাইটানস। 

09:50 PM (IST) May 26

৪৩ রান করে রিটায়ার্ড আউট সাই সুদর্শন

শেষ ওভারের আগে রিটায়ার্ড আউট হয়ে গেলেন সাই সুদর্শন। তাঁর পরিবর্তে ক্রিজে রশিদ খান।

09:44 PM (IST) May 26

১৮ ওভারে ২০০ পেরিয়ে গেল গুজরাট টাইটানস

১৮ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ২০৫। অর্ধশতরানের পথে সাই সুদর্শন।

09:35 PM (IST) May 26

৬০ বলে ১২৯ রান করে আউট শুবমান গিল

৬০ বলে ১২৯ রান করে আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল। দ্বিতীয় উইকেট হারাল গুজরাট টাইটানস।

09:16 PM (IST) May 26

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৪৯ বলে শতরান শুবমান গিলের

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরান শুবমান গিলের।

09:03 PM (IST) May 26

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরানের পথে শুবমান গিল

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরানের পথে শুবমান গিল।

08:49 PM (IST) May 26

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে অর্ধশতরান শুবমান গিলের

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩২ বলে ৫০ রান করলেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। ফাফ ডু প্লেসিকে টপকে এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন শুবমান।

08:33 PM (IST) May 26

১৮ রান করে আউট ঋদ্ধিমান সাহা, প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস

১৬ বলে ১৮ রান করে পীযূষ চাওলার বলে স্টাম্প হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। ৫৪ রানে প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস।

08:30 PM (IST) May 26

৬ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৫০

পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫০ রান করল গুজরাট টাইটানস। ঋদ্ধিমান সাহা ১৮ ও শুবমান গিল ৩১ রানে অপরাজিত।

08:21 PM (IST) May 26

আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে চলছে লড়াই

গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। চলছে জমজমাট লড়াই।

07:56 PM (IST) May 26

গুজরাট টাইটানস দলে জোড়া পরিবর্তন

গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ সামি। 

07:54 PM (IST) May 26

হৃতিক শকিনের পরিবর্তে খেলছেন কুমার কার্তিকেয়

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- ঈশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয় ও আকাশ মাধওয়াল।

07:47 PM (IST) May 26

বৃষ্টি ভেজা মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং মুম্বই ইন্ডিয়ানসের

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে মুম্বই ইন্ডিয়ানস।

07:21 PM (IST) May 26

সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে হবে টস, ম্যাচ শুরু রাত ৮টায়

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হবে সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

07:19 PM (IST) May 26

বৃষ্টি থেমেছে, মাঠে নেমে ওয়ার্ম-আপ করছেন হার্দিক-রোহিতরা

বৃষ্টি থামার পর মাঠে নেমে ওয়ার্ম-আপ করছেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারা।

07:10 PM (IST) May 26

বৃষ্টির জন্য দেরিতে শুরু হচ্ছে গুজরাট টাইটানস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার দেরিতে শুরু হচ্ছে। এখনও টস হয়নি।


More Trending News