আইপিএল-এ টানা ৩ ম্যাচে হারের পর রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হয়তো শেষবার খেলতে নামলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর।
11:26 PM (IST) Apr 23
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু অর্ধশতরান করেও কলকাতা নাইট রাইডার্সের হার বাঁচাতে পারলেন না রিঙ্কু সিং। ৪৯ রানে হেরে গেল কেকেআর।
11:17 PM (IST) Apr 23
৪ রান করে আউট হয়ে গেলেন উমেশ যাদব। ১৮০ রানে ৮ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
11:13 PM (IST) Apr 23
বল হাতে সাফল্য পাননি, ব্যাটিং করতে নেমেও সাফল্য পেলেন না কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ডেভিড ওয়াইজি। ১ রান করেই আউট হয়ে গেলেন তিনি।
11:06 PM (IST) Apr 23
মাথিসা পাথিরানার বলে শিবম দুবের হাতে ধরা পড়লেন আন্দ্রে রাসেল। ৬ বলে ৯ রান করলেন রাসেল। ১৬২ রানে ৬ উইকেট হারাল কেকেআর।
10:49 PM (IST) Apr 23
২৬ বলে ৬১ রান করে মাহিশ থিকসানার বলে বোল্ড হয়ে গেলেন জেসন রয়। ১৩৫ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
10:43 PM (IST) Apr 23
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯ বলে অর্ধশতরান করলেন জেসন রয়।
10:33 PM (IST) Apr 23
১১ ওভারের শেষ কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪ উইকেটে ৯৫। জেসন রয় ৩৩ ও রিঙ্কু সিং ১০ রানে অপরাজিত।
10:19 PM (IST) Apr 23
২০ বলে ২৭ রান করে রবীন্দ্র জাদেজার বলে রুতুরাজ গায়কোয়াড়কে ক্যাচ দিয়ে আউট কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭০ রানে ৪ উইকেট হারাল কেকেআর।
10:14 PM (IST) Apr 23
৪৬ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০ বলে ২০ রান করে মইন আলির বলে এলবিডব্লু ভেঙ্কটেশ আইয়ার।
10:07 PM (IST) Apr 23
২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমেও দ্রুতগতিতে রান করতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।
09:43 PM (IST) Apr 23
২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ রানে ২ উইকেট হারিয়ে বসল কলকাতা নাইট রাইডার্স। আউট হয়ে গেলেন সুনীল নারিন (০) ও এন জগদীশন (১)।
09:19 PM (IST) Apr 23
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৩৫ রান করল চেন্নাই সুপার কিংস।
09:07 PM (IST) Apr 23
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০০ পেরিয়ে গেল চেন্নাই সুপার কিংসের স্কোর।
09:01 PM (IST) Apr 23
২০ বলে অর্ধশতরান করার পর আউট হয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার শিবম দুবে। ১৯৪ রানে ৩ উইকেট হারাল সিএসকে।
08:59 PM (IST) Apr 23
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান করলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। তাঁর ও শিবম দুবের দাপটে ২০০ রানের পথে সিএসকে।
08:43 PM (IST) Apr 23
চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ব্যাটিং অজিঙ্কা রাহানে ও শিবম দুবের। ২ উইকেটে ১৫০ পেরিয়ে গেল সিএসকে-র স্কোর।
08:30 PM (IST) Apr 23
৪০ বলে ৫৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে ডেভিড ওয়াইজিকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে। ১০৯ রানে ২ উইকেট হারাল সিএসকে।
08:18 PM (IST) Apr 23
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৩৪ বলে ৫০ রান করলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে।
08:07 PM (IST) Apr 23
২০ বলে ৩৫ রান করে সূযশ শর্মার বলে বোল্ড হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ৭৩ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
07:58 PM (IST) Apr 23
পাওয়ার প্লে শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৫৯। ডেভন কনওয়ে ৩৬ ও রুতুরাজ গায়কোয়াড় ২৩ রানে অপরাজিত।
07:41 PM (IST) Apr 23
চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। তাঁরা ইনিংসের শুরুটা ভালোভাবেই করেছেন।
07:29 PM (IST) Apr 23
চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতে এগিয়ে যাওয়াই নীতীশ রানাদের লক্ষ্য।
07:15 PM (IST) Apr 23
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, অম্বাতি রায়াডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও মাহিশ থিকসানা।
07:11 PM (IST) Apr 23
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- এন জগদীশন, জেসন রয়, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড ওয়াইজি, কুলবন্ত খেজরোলিয়া, সূযশ শর্মা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
07:04 PM (IST) Apr 23
ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স।