টানা ৪ ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার ইডেন গার্ডেন্সে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের চ্যালেঞ্জ সামলাতে হবে নীতীশ রানার দলকে।
টানা ৪ ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার ইডেন গার্ডেন্সে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের চ্যালেঞ্জ সামলাতে হবে নীতীশ রানার দলকে। অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কার সুবাদে গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। ইডেনেও একই ফলের আশায় নীতীশ-চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই সহজ না-ও হতে পারে। অসুস্থতার জন্য আমেদাবাদের ম্যাচে খেলতে পারেননি গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শনিবার তিনি খেলবেন। ফলে গুজরাটের শক্তি বাড়ছে। বাংলার ছেলে ঋদ্ধিমান সাহাও আছেন গতবারের চ্যাম্পিয়নদের দলে। তিনি ইডেনে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া। ওপেনার শুবমান গিলও গুজরাটের বড় ভরসা। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।