এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হোম ও অ্যাওয়ে, দু'টি ম্যাচেই হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার গুজরাট টাইটানসকেও হারানোর লক্ষ্যে কেকেআর। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কেকেআর-এর সবচেয়ে বড় ভরসা রিঙ্কু সিং।
07:47 PM (IST) Apr 29
বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সহজ জয় পেল গুজরাট টাইটানস।
07:46 PM (IST) Apr 29
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গেলেও, ইডেন গার্ডেন্সে ৭ উইকেটে জয় পেল গুজরাট টাইটানস।
07:38 PM (IST) Apr 29
ডেভিড মিলার ও বিজয় শঙ্করের দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।
07:27 PM (IST) Apr 29
হার্দিক পান্ডিয়া-শুবমান গিল আউট হয়ে যাওয়ার পর গুজরাট টাইটানসের হয়ে লড়াই চালাচ্ছেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর।
07:11 PM (IST) Apr 29
৩৫ বলে ৪৯ রান করে সুনীল নারিনের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।
07:07 PM (IST) Apr 29
২০ বলে ২৬ রান করে আউট গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৯১ রানে ২ উইকেট হারাল গুজরাট।
06:53 PM (IST) Apr 29
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। তিনি অর্ধশতরানের পথে।
06:37 PM (IST) Apr 29
১০ রান করে আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস।
06:30 PM (IST) Apr 29
গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন শুবমান গিল। ৩ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৩২। শুবমান ২৭ ও ঋদ্ধিমান সাহা ৪ রানে অপরাজিত।
06:15 PM (IST) Apr 29
গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল।
06:05 PM (IST) Apr 29
রহমানউল্লাহ গুরবাজের ৮১, আন্দ্রে রাসেলের ৩৪ রানের সুবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৯ রান করল কলকাতা নাইট রাইডার্স।
05:49 PM (IST) Apr 29
২০ বলে ১৯ রান করে নূর আহমেদের বলে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং। ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
05:39 PM (IST) Apr 29
৩৯ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলে নূর আহমেদের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। ১৩৫ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
05:32 PM (IST) Apr 29
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং করছেন রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিং। বড় স্কোরের আশায় দল।
05:15 PM (IST) Apr 29
ভেঙ্কটেশ আইয়ার ১১ রান করে আউট হয়ে যাওয়ার পর ৪ রান করে আউট হয়ে গেলেন নীতীশ রানা। ৮৮ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
05:02 PM (IST) Apr 29
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই অর্ধশতরান করলেন রহমানউল্লাহ গুরবাজ।
04:43 PM (IST) Apr 29
ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলার হয়ে। ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের হয়ে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। তিনি জোড়া উইকেট নিলেন। ০ রানে আউট শার্দুল ঠাকুর। ৪৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।
04:33 PM (IST) Apr 29
বিপজ্জনক হয়ে ওঠার আগেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশনকে এলবিডব্লু করে দিলেন গুজরাট টাইটানসের পেসার মহম্মদ সামি।
04:15 PM (IST) Apr 29
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হল কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ।
03:59 PM (IST) Apr 29
বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ফলে ওভার সংখ্যা কমানো হতে পারে।
03:47 PM (IST) Apr 29
ইডেন গার্ডেন্সের আউটফিল্ড পরিদর্শন করছেন আম্পায়াররা। এখনও শুরু করা গেল না ম্যাচ।
03:32 PM (IST) Apr 29
বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই পূর্বাভাস সত্যি করে কলকাতায় বৃষ্টি নেমেছে। তার ফলে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ শুরু করতে দেরি হচ্ছে।
03:25 PM (IST) Apr 29
ওপেনার শুবমান গিলকে প্রথম একাদশে রাখেনি গুজরাট টাইটানস। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হতে পারে শুবমানকে।
03:15 PM (IST) Apr 29
গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা ও জশুয়া লিটল।
03:12 PM (IST) Apr 29
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- এন জগদীশন, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়াইজি, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
03:03 PM (IST) Apr 29
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল গুজরাট টাইটানস।
02:55 PM (IST) Apr 29
বিকেল থেকে সন্ধে পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
02:46 PM (IST) Apr 29
৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থা থেকে প্লে-অফে যেতে হলে বাকি ম্যাচগুলি জিততে হবে।