IPL 2023 KKR Vs GT Live Updates: বিজয় শঙ্করের ঝোড়ো অর্ধশতরান, ৭ উইকেটে জয় গুজরাটের

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হোম ও অ্যাওয়ে, দু'টি ম্যাচেই হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার গুজরাট টাইটানসকেও হারানোর লক্ষ্যে কেকেআর। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কেকেআর-এর সবচেয়ে বড় ভরসা রিঙ্কু সিং।

07:47 PM (IST) Apr 29

২৪ বলে ৫১ রান করে অপরাজিত বিজয় শঙ্কর

বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সহজ জয় পেল গুজরাট টাইটানস।

07:46 PM (IST) Apr 29

কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটানস

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গেলেও, ইডেন গার্ডেন্সে ৭ উইকেটে জয় পেল গুজরাট টাইটানস।

07:38 PM (IST) Apr 29

১৫০ পেরিয়ে গেল গুজরাট টাইটানস, চাপে কেকেআর

ডেভিড মিলার ও বিজয় শঙ্করের দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।

07:27 PM (IST) Apr 29

গুজরাট টাইটানসের হয়ে লড়াই ডেভিড মিলার ও বিজয় শঙ্করের

হার্দিক পান্ডিয়া-শুবমান গিল আউট হয়ে যাওয়ার পর গুজরাট টাইটানসের হয়ে লড়াই চালাচ্ছেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর।

07:11 PM (IST) Apr 29

১ রানের জন্য অর্ধশতরান পেলেন না শুবমান গিল

৩৫ বলে ৪৯ রান করে সুনীল নারিনের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।

07:07 PM (IST) Apr 29

২০ বলে ২৬ রান করে হর্ষিত রানার বলে এলবিডব্লু হার্দিক পান্ডিয়া

২০ বলে ২৬ রান করে আউট গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৯১ রানে ২ উইকেট হারাল গুজরাট।

06:53 PM (IST) Apr 29

অর্ধশতরানের পথে শুবমান গিল, চলছে লড়াই

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। তিনি অর্ধশতরানের পথে।

06:37 PM (IST) Apr 29

১০ রান করে আউট ঋদ্ধিমান সাহা, প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস

১০ রান করে আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস।

06:30 PM (IST) Apr 29

৩ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৩২

গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন শুবমান গিল। ৩ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৩২। শুবমান ২৭ ও ঋদ্ধিমান সাহা ৪ রানে অপরাজিত।

06:15 PM (IST) Apr 29

গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করছেন ঋদ্ধিমান সাহা-শুবমান গিল

গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল।

06:05 PM (IST) Apr 29

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৯ রান করল কলকাতা নাইট রাইডার্স

রহমানউল্লাহ গুরবাজের ৮১, আন্দ্রে রাসেলের ৩৪ রানের সুবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৯ রান করল কলকাতা নাইট রাইডার্স।

05:49 PM (IST) Apr 29

১৯ রান করে আউট কেকেআর তারকা রিঙ্কু সিং

২০ বলে ১৯ রান করে নূর আহমেদের বলে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং। ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

05:39 PM (IST) Apr 29

৩৯ বলে ৮১ রান করে আউট রহমানউল্লাহ গুরবাজ, ৫ উইকেট হারাল কেকেআর

৩৯ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলে নূর আহমেদের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। ১৩৫ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

05:32 PM (IST) Apr 29

রহমানউল্লাহ গুরবাজ-রিঙ্কু সিং ক্রিজে, বড় স্কোরের আশায় কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং করছেন রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিং। বড় স্কোরের আশায় দল।

05:15 PM (IST) Apr 29

মহম্মদ সামির পর জোড়া উইকেট জশুয়া লিটলের, ৪ উইকেট হারাল কেকেআর

ভেঙ্কটেশ আইয়ার ১১ রান করে আউট হয়ে যাওয়ার পর ৪ রান করে আউট হয়ে গেলেন নীতীশ রানা। ৮৮ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

05:02 PM (IST) Apr 29

জেসন রয়ের পরিবর্তে খেলার সুযোগ পেয়েই অর্ধশতরান রহমানউল্লাহ গুরবাজের

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই অর্ধশতরান করলেন রহমানউল্লাহ গুরবাজ।

04:43 PM (IST) Apr 29

ইডেন গার্ডেন্সে অসাধারণ বোলিং মহম্মদ সামির

ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলার হয়ে। ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের হয়ে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। তিনি জোড়া উইকেট নিলেন। ০ রানে আউট শার্দুল ঠাকুর। ৪৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।

04:33 PM (IST) Apr 29

১৫ বলে ১৯ রান করে মহম্মদ সামির বলে বোল্ড এন জগদীশন

বিপজ্জনক হয়ে ওঠার আগেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশনকে এলবিডব্লু করে দিলেন গুজরাট টাইটানসের পেসার মহম্মদ সামি। 

04:15 PM (IST) Apr 29

ওভার সংখ্যা কমানো হয়নি, শুরু কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হল কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ।

03:59 PM (IST) Apr 29

নির্ধারিত সময়ের পর আধঘণ্টা কেটে গেল, কেকেআর-গুজরাট ম্যাচে ওভার সংখ্যা কমতে পারে

বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ফলে ওভার সংখ্যা কমানো হতে পারে।

03:47 PM (IST) Apr 29

এখনও শুরু হল না ম্যাচ, অপেক্ষায় ইডেনের দর্শকরা

ইডেন গার্ডেন্সের আউটফিল্ড পরিদর্শন করছেন আম্পায়াররা। এখনও শুরু করা গেল না ম্যাচ।

03:32 PM (IST) Apr 29

বৃষ্টির জন্য ঢাকা ইডেনের আউটফিল্ড, ম্যাচ শুরু হতে দেরি

বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই পূর্বাভাস সত্যি করে কলকাতায় বৃষ্টি নেমেছে। তার ফলে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ শুরু করতে দেরি হচ্ছে।

03:25 PM (IST) Apr 29

গুজরাট টাইটানসের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন শুবমান গিল

ওপেনার শুবমান গিলকে প্রথম একাদশে রাখেনি গুজরাট টাইটানস। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হতে পারে শুবমানকে।

03:15 PM (IST) Apr 29

গুজরাট টাইটানস দলে কোনও পরিবর্তন নেই

গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা ও জশুয়া লিটল। 

03:12 PM (IST) Apr 29

জেসন রয়ের পরিবর্তে রহমানউল্লাহ গুরবাজ, উমেশ যাদবের পরিবর্তে কেকেআর দলে হর্ষিত রানা

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- এন জগদীশন, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়াইজি, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। 

03:03 PM (IST) Apr 29

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে গুজরাট টাইটানস

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল গুজরাট টাইটানস।

02:55 PM (IST) Apr 29

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা

বিকেল থেকে সন্ধে পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

02:46 PM (IST) Apr 29

প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে হারলে চলবে না কলকাতা নাইট রাইডার্সের

৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থা থেকে প্লে-অফে যেতে হলে বাকি ম্যাচগুলি জিততে হবে।


More Trending News