প্লে-অফের যোগ্যতা অর্জন করার আশা নেই বললেই চলে, তবু লড়াই ছাড়তে নারাজ কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে জয় পেতে মরিয়া নীতীশ রানার দল। পাল্টা লড়াই করতে তৈরি ক্রুণাল পান্ডিয়ারাও।
11:29 PM (IST) May 20
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। কিন্তু তাঁর পক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জেতানো সম্ভব হল না।
11:28 PM (IST) May 20
কলকাতা নাইট রাইডার্সকে ১ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস।
11:20 PM (IST) May 20
রিঙ্কু সিংয়ের অর্ধশতরানের সুবাদে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স।
11:14 PM (IST) May 20
২ বলে ১ রান করে রান আউট হয়ে গেলেন সুনীল নারিন। ১৩৬ রানে ৭ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
11:10 PM (IST) May 20
৩ রান করে যশ ঠাকুরের বলে প্রেরক মাঁকড়কে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ১৩৪ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
10:53 PM (IST) May 20
৯ বলে ৭ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ১২০ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
10:44 PM (IST) May 20
১৫ বলে ১০ রান করে যশ ঠাকুরের বলে রবি বিষ্ণোইকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। ১০৮ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
10:23 PM (IST) May 20
২৮ বলে ৪৫ রান করে ক্রুণাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে গেলেন জেসন রয়। ১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৮২।
10:17 PM (IST) May 20
১০ বলে ৮ রান করে রবি বিষ্ণোইয়ের বলে ক্রুণাল পান্ডিয়াকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭৮ রানে ২ উইকেট হারাল কেকেআর।
10:03 PM (IST) May 20
১৫ বলে ২৪ রান করে কৃষ্ণাপ্পা গৌতমের বলে রবি বিষ্ণোইকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৬১ রানে প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:45 PM (IST) May 20
কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করছেন। ২ ওভারের শেষে কেকেআর-এর স্কোর বিনা উইকেটে ৩০।
09:37 PM (IST) May 20
ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার।
09:20 PM (IST) May 20
নিকোলাস পুরাণ ও আয়ূষ বাদোনির অসাধারণ লড়াইয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮ উইকেটে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস।
09:14 PM (IST) May 20
২ রান করেই শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে গেলেন রবি বিষ্ণোই। ১৬২ রানে ৮ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
09:11 PM (IST) May 20
৩০ বলে ৫৮ রান করে শার্দুল ঠাকুরের বলে ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন নিকোলাস পুরাণ। ১৫৯ রানে ৭ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
09:08 PM (IST) May 20
২১ বলে ২৫ রান করে সুনীল নারিনের বলে শার্দুল ঠাকুরকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আয়ূষ বাদোনি। ১৪৭ রানে ৬ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
08:57 PM (IST) May 20
লখনউ সুপার জায়ান্টসের হয়ে লড়াই চালাচ্ছেন নিকোলাস পুরাণ ও আয়ূষ বাদোনি। তাঁরা দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে।
08:44 PM (IST) May 20
লখনউ সুপার জায়ান্টসের হয়ে লড়াই করছেন নিকোলাস পুরাণ ও আয়ূষ বাদোনি। ১৪ ওভারের শেষে ২৬ রানে অপরাজিত পুরাণ। ৯ রানে অপরাজিত বাদোনি। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১০৭।
08:29 PM (IST) May 20
২৮ রান করে আউট হয়ে গেলেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার কুইন্টন ডি কক।
08:24 PM (IST) May 20
৯ রান করে সুনীল নারিনের বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।
08:12 PM (IST) May 20
২ বল খেলে ০ রানে আউট হয়ে গেলেন মার্কাস স্টোইনিস। সপ্তম ওভারে জোড়া উইকেট নিলেন বৈভব অরোরা। ৫৫ রানে ৩ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
08:08 PM (IST) May 20
২০ বলে ২৬ রান করে বৈভব অরোরার বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন প্রেরক মাঁকড়। ৫৫ রানে ২ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
08:04 PM (IST) May 20
কলকাত নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১ উইকেটে ৫৪। কুইন্টন ডি কক ২০ ও প্রেরক মাঁকড় ২৬ রানে অপরাজিত।
07:45 PM (IST) May 20
৩ রান করে হর্ষিত রানার বলে শার্দুল ঠাকুরকে ক্যাচ দিয়ে আউট লখনউ সুপার জায়ান্টসের ওপেনার করণ শর্মা। ১৪ রানে প্রথম উইকেট হারাল লখনউ।
07:42 PM (IST) May 20
সবুজ-মেরুন জার্সি পরে খেলছে লখনউ সুপার জায়ান্টস। ফলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন মোহনবাগান সমর্থকরা।
07:32 PM (IST) May 20
লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন- কুইন্টন ডি কক, করণ শর্মা, প্রেরক মাঁকড়, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ, ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), আয়ূষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, নবীন-উল-হক ও মহসিন খান।
07:28 PM (IST) May 20
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
07:21 PM (IST) May 20
ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল-এর শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স।