চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ নীতীশ রানার। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জেতা ছাড়া উপায় নেই। পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে তৈরি কেকেআর।
11:24 PM (IST) May 08
পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শেষ বলে বাউন্ডারি মেরে জেতালেন রিঙ্কু সিং।
11:15 PM (IST) May 08
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ৬ রান।
10:57 PM (IST) May 08
৩৮ বলে ৫১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রান। ১২৪ রানে ৪ উইকেট হারাল কেকেআর।
10:50 PM (IST) May 08
১১ রান করে রাহুল চাহারের বলে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১১৫ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
10:31 PM (IST) May 08
জয়ের জন্য শেষ ১০ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ১০৪ রান। ক্রিজে নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।
10:05 PM (IST) May 08
১৫ রান করে নাথান এলিসের বলে এলবিডব্লু হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৮ রানে প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:43 PM (IST) May 08
সূযশ শর্মার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং ওপেন করতে নামলেন জেসন রয়।
09:26 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৫৭ রান অধিনায়ক শিখর ধাওয়ানের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট বরুণ চক্রবর্তীর।
09:08 PM (IST) May 08
১৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড ঋষি ধাওয়ান। ৪ রান করে সূযশ শর্মার বলে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে আউট স্যাম কারান। ১৩৯ রানে ৭ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
08:53 PM (IST) May 08
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫-তম ওভারে বোলিং করতে এসে চতুর্থ বলেই বিপক্ষের অধিনায়ক শিখর ধাওয়ানকে আউট করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪৭ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন ধাওয়ান। ১১৯ রানে ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
08:45 PM (IST) May 08
১৮ বলে ২১ রান করে বরুণ চক্রবর্তীর বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়লেন জিতেশ শর্মা। ১০৬ রানে ৪ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
08:25 PM (IST) May 08
৯ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ৭৯। ক্রিজে অধিনায়ক শিখর ধাওয়ান (৩২) ও জিতেশ শর্মা (১১)।
08:07 PM (IST) May 08
১৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লু লিয়াম লিভিংস্টোন। ৫৩ রানে ৩ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
07:59 PM (IST) May 08
৩ বল খেলে কোনও রান করার আগেই আউট ভানুকা রাজাপক্ষ। জোড়া উইকেট হর্ষিত রানার। শুরুতেই চাপে পাঞ্জাব কিংস।
07:43 PM (IST) May 08
হর্ষিত রানার বলে অসাধারণ ক্যাচ নিয়ে পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরন সিংকে আউট করে দিলেন রহমানউল্লাহ গুরবাজ। ২১ রানে প্রথম উইকেট হারাল পাঞ্জাব কিংস। প্রভসিমরন করলেন ১২ রান।
07:30 PM (IST) May 08
কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস ম্যাচ।
07:12 PM (IST) May 08
পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন- প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও আর্শদীপ সিং।
07:10 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, সূযশ শর্মা ও বরুণ চক্রবর্তী।
07:03 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে পাঞ্জাব কিংস।