এবারের আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের লড়াইয়ে এই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের দিকে অনেকটা এগিয়ে যাবে কেকেআর।
10:39 PM (IST) May 11
যশস্বী জয়সোয়ালের অপরাজিত ৯৮ ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৮ রানের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস।
10:26 PM (IST) May 11
যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পথে রাজস্থান রয়্যালস।
10:17 PM (IST) May 11
সাবলীলভাবেই এগিয়ে চলেছে রাজস্থান রয়্যালসের ইনিংস। অনায়াসে রান করে চলেছেন যশস্বী জয়সলোয়াল ও সঞ্জু স্যামসন। ফলে চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
10:05 PM (IST) May 11
৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৭৮। যশস্বী জয়সোয়াল ৬২ ও সঞ্জু স্যামসন ১২ রানে অপরাজিত।
09:44 PM (IST) May 11
৩ বল খেলে ০ রানেই রান আউট হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জয় বাটলার। ৩০ রান প্রথম উইকেট হারাল রাজস্থান রয়্যালস।
09:36 PM (IST) May 11
রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে প্রথম ওভারেই ২৬ রান করলেন যশস্বী জয়সোয়াল।
09:23 PM (IST) May 11
ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৪৯ রান করল কলকাতা নাইট রাইডার্স।
09:09 PM (IST) May 11
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁর চতুর্থ শিকার রিঙ্কু সিং। ১৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু।
08:59 PM (IST) May 11
১ রান করে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লু হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ১২৯ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:55 PM (IST) May 11
৪২ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ নিলেন ট্রেন্ট বোল্ট। ১২৭ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:49 PM (IST) May 11
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। ৩৯ বলে অর্ধশতরান করলেন তিনি।
08:40 PM (IST) May 11
১০ রান করে কে এম আসিফের বলে রবিচন্দ্রন অশ্বিনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ১০৭ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:22 PM (IST) May 11
নীতীশ রানাকে আউট করে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল।
08:21 PM (IST) May 11
১৭ বলে ২২ রান করে যুজবেন্দ্র চাহালের বলে শিমরন হেটমায়ারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭৭ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
08:14 PM (IST) May 11
৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৫৮। ক্রিজে নীতীশ রানা (১৭) ও ভেঙ্কটেশ আইয়ার (১১)।
07:53 PM (IST) May 11
১২ বলে ১৮ রান করে আউট রহমানউল্লাহ গুরবাজ। ২৯ রান ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
07:44 PM (IST) May 11
৮ বলে ১০ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয়। ট্রেন্ট বোল্টের বলে অসাধারণ ক্যাচ নিলেন শিমরন হেটমায়ার।
07:33 PM (IST) May 11
রাজস্তান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ।
07:16 PM (IST) May 11
রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, কে এম আসিফ ও যুজবেন্দ্র চাহাল।
07:13 PM (IST) May 11
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
07:02 PM (IST) May 11
ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স।