৪ বছর পর ফের ইডেন গার্ডেন্সে হচ্ছে আইপিএল-এর কোনও ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।
11:10 PM (IST) Apr 06
ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮১ রানে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর ৭ উইকেটে ২০৪ রানের জবাবে ১২৩ রানে অলআউট হয়ে গেল আরসিবি।
10:58 PM (IST) Apr 06
৯৬ রানে ৯ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১ রান করে আউট করণ শর্মা। ৩ উইকেট নিলেন সূযশ শর্মা।
10:44 PM (IST) Apr 06
৯ রান করে আউট দীনেশ কার্তিক। ৮৬ রানে ৮ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
10:39 PM (IST) Apr 06
আইপিএল-এ প্রথম উইকেট সূযশ শর্মার। ১ রান করে আউট অনুজ রাওয়াত।
10:35 PM (IST) Apr 06
৮৩ রানে ৬ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শার্দুল ঠাকুরের বলে আউট মাইকেল ব্রেসওয়েল (১৯)।
10:20 PM (IST) Apr 06
১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড শাহবাজ আহমেদ। ৬১ রানে ৫ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
10:15 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পথে কলকাতা নাইট রাইডার্স। নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। ০ রানে আউট হর্ষল প্যাটেল।
10:12 PM (IST) Apr 06
৭ বলে ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
10:04 PM (IST) Apr 06
১১ বলে ২৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি।
10:02 PM (IST) Apr 06
১৮ বলে ২১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড বিরাট কোহলি। প্রথম উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।
09:42 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি।
09:21 PM (IST) Apr 06
ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২০৪ রান করল কলকাতা নাইট রাইডার্স।
09:17 PM (IST) Apr 06
৬৮ রান করে আউট শার্দুল ঠাকুর। ১৯৮ রানে ৭ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:15 PM (IST) Apr 06
৪৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং। ১৯২ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:59 PM (IST) Apr 06
কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও অর্ধশতরান করলেন পেসার শার্দুল ঠাকুর। আইপিএল-এ প্রথম অর্ধশতরান করলেন শার্দুল।
08:54 PM (IST) Apr 06
১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫ উইকেটে ১৪৭। শার্দুল ঠাকুর ৪৭ ও রিঙ্কু সিং ২১ রানে অপরাজিত।
08:33 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয়বার পরপর ২ বলে উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ১২-তম ওভারে করণ শর্মার দ্বিতীয় বলে আউট হয়ে যান রহমানউল্লা গুরবাজ (৫৭)। পরের বলেই আউট আন্দ্রে রাসেল (০)। ৮৯ রানে ৫ উইকেট হারাল কেকেআর।
08:22 PM (IST) Apr 06
কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ অর্ধশতরান করলেন। তিনি একা লড়াই চালাচ্ছেন।
08:07 PM (IST) Apr 06
১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪৭ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
08:03 PM (IST) Apr 06
৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৪৭। রহমানউল্লা গুরবাজ ২৭ ও নীতীশ রানা ১ রানে অপরাজিত।
07:51 PM (IST) Apr 06
পরপর ২ বলে উইকেট ডেভিড উইলির। প্রথম বলেই বোল্ড মনদীপ সিং। ২৬ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
07:48 PM (IST) Apr 06
চতুর্থ ওভারে প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ৭ বল খেলে ৩ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার।
07:43 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। সে কথা মাথায় রেখে বড় স্কোরের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স।
07:31 PM (IST) Apr 06
ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছেন রহমানউল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।
07:24 PM (IST) Apr 06
কলকাতা নাইট রাইডার্সের 'ইমপ্যাক্ট প্লেয়ার' ১৯ বছরের সূযশ শর্মা। ইডেনে তাঁর আইপিএল অভিষেক হচ্ছে।
07:22 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, করণ শর্মা, হর্ষ প্যাটেল, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ।
07:20 PM (IST) Apr 06
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- মনদীপ সিং, রহমানউল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
07:12 PM (IST) Apr 06
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স।
07:11 PM (IST) Apr 06
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ ছিল মোহালিতে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স।