IPL 2023 KKR Vs RCB Live: আরসিবি-কে ৮১ রানে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় কেকেআর-এর

সংক্ষিপ্ত

৪ বছর পর ফের ইডেন গার্ডেন্সে হচ্ছে আইপিএল-এর কোনও ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

11:10 PM (IST) Apr 06

আরসিবি-কে ৮১ রানে হারিয়ে দিল কেকেআর

ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮১ রানে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর ৭ উইকেটে ২০৪ রানের জবাবে ১২৩ রানে অলআউট হয়ে গেল আরসিবি।

10:58 PM (IST) Apr 06

আইপিএল-এ অভিষেক ম্যাচে ৩ উইকেট সূযশ শর্মার

৯৬ রানে ৯ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১ রান করে আউট করণ শর্মা। ৩ উইকেট নিলেন সূযশ শর্মা।

10:44 PM (IST) Apr 06

সূযশ শর্মার জোড়া উইকেট, কেকেআর-এর জয় নিশ্চিত

৯ রান করে আউট দীনেশ কার্তিক। ৮৬ রানে ৮ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

10:39 PM (IST) Apr 06

১ রান করে আউট অনুজ রাওয়াত

আইপিএল-এ প্রথম উইকেট সূযশ শর্মার। ১ রান করে আউট অনুজ রাওয়াত।

10:35 PM (IST) Apr 06

এবারের আইপিএল-এ প্রথম জয় পেতে চলেছে কেকেআর

৮৩ রানে ৬ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শার্দুল ঠাকুরের বলে আউট মাইকেল ব্রেসওয়েল (১৯)।

10:20 PM (IST) Apr 06

৬১ রানে ৫ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড শাহবাজ আহমেদ। ৬১ রানে ৫ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

10:15 PM (IST) Apr 06

৩ উইকেট বরুণ চক্রবর্তীর, জয়ের পথে কেকেআর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পথে কলকাতা নাইট রাইডার্স। নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। ০ রানে আউট হর্ষল প্যাটেল।

10:12 PM (IST) Apr 06

৫ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল, ফের উইকেট বরুণ চক্রবর্তীর

৭ বলে ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩ উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

10:04 PM (IST) Apr 06

১১ বলে ২৩ রান করে আউট ফাফ ডু প্লেসি

১১ বলে ২৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি।

10:02 PM (IST) Apr 06

প্রথম উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স

১৮ বলে ২১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড বিরাট কোহলি। প্রথম উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।

09:42 PM (IST) Apr 06

আরসিবি-র হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি।

09:21 PM (IST) Apr 06

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭ উইকেটে ২০৪

ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২০৪ রান করল কলকাতা নাইট রাইডার্স।

09:17 PM (IST) Apr 06

৬৮ রান করে আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর

৬৮ রান করে আউট শার্দুল ঠাকুর। ১৯৮ রানে ৭ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

09:15 PM (IST) Apr 06

৪৬ রান করে আউট রিঙ্কু সিং

৪৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং। ১৯২ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

08:59 PM (IST) Apr 06

অর্ধশতরান করলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার শার্দুল ঠাকুর

কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও অর্ধশতরান করলেন পেসার শার্দুল ঠাকুর। আইপিএল-এ প্রথম অর্ধশতরান করলেন শার্দুল। 

08:54 PM (IST) Apr 06

অর্ধশতরানের পথে শার্দুল ঠাকুর, লড়াই চালাচ্ছে কেকেআর

১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫ উইকেটে ১৪৭। শার্দুল ঠাকুর ৪৭ ও রিঙ্কু সিং ২১ রানে অপরাজিত।

08:33 PM (IST) Apr 06

ফের পরপর ২ বলে উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয়বার পরপর ২ বলে উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ১২-তম ওভারে করণ শর্মার দ্বিতীয় বলে আউট হয়ে যান রহমানউল্লা গুরবাজ (৫৭)। পরের বলেই আউট আন্দ্রে রাসেল (০)। ৮৯ রানে ৫ উইকেট হারাল কেকেআর।

08:22 PM (IST) Apr 06

অর্ধশতরান করলেন কেকেআর ওপেনার রহমানউল্লা গুরবাজ

কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ অর্ধশতরান করলেন। তিনি একা লড়াই চালাচ্ছেন।

08:07 PM (IST) Apr 06

১ রান করেই আউট কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা

১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪৭ রানে ৩ উইকেট হারাল কেকেআর।

08:03 PM (IST) Apr 06

পাওয়ার-প্লে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪৭/২

৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৪৭। রহমানউল্লা গুরবাজ ২৭ ও নীতীশ রানা ১ রানে অপরাজিত।

07:51 PM (IST) Apr 06

প্রথম বলেই বোল্ড মনদীপ সিং, দ্বিতীয় উইকেট হারাল কেকেআর

পরপর ২ বলে উইকেট ডেভিড উইলির। প্রথম বলেই বোল্ড মনদীপ সিং। ২৬ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

07:48 PM (IST) Apr 06

৭ বল খেলে ৩ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার

চতুর্থ ওভারে প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ৭ বল খেলে ৩ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার।

07:43 PM (IST) Apr 06

বড় স্কোরের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। সে কথা মাথায় রেখে বড় স্কোরের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স।

07:31 PM (IST) Apr 06

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছেন রহমানউল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছেন রহমানউল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।

07:24 PM (IST) Apr 06

আইপিএল-এ অভিষেক হচ্ছে ১৯ বছরের সূযশ শর্মার

কলকাতা নাইট রাইডার্সের 'ইমপ্যাক্ট প্লেয়ার' ১৯ বছরের সূযশ শর্মা। ইডেনে তাঁর আইপিএল অভিষেক হচ্ছে।

07:22 PM (IST) Apr 06

প্রত্যাশামতোই আরসিবি দলে নেই চোট পাওয়া রিসি টপলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, করণ শর্মা, হর্ষ প্যাটেল, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ। 

07:20 PM (IST) Apr 06

কলকাতা নাইট রাইডার্স দলে নেই অনুকূল রায়

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- মনদীপ সিং, রহমানউল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী। 

07:12 PM (IST) Apr 06

ইডেনে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স।

07:11 PM (IST) Apr 06

এবারের আইপিএল-এ প্রথম হোম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের

এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ ছিল মোহালিতে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স।


More Trending News