IPL 2023 MI Vs CSK Live: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সহজ জয় চেন্নাই সুপার কিংসের

সংক্ষিপ্ত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর ইতিহাসে সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের লড়াই। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিত শর্মার দল। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনিরা।

10:50 PM (IST) Apr 08

মুম্বই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস

মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সহজেই ৭ উইকেটে জয় পেল চেন্নাই সুপার কিংস।

10:34 PM (IST) Apr 08

২৬ বলে ২৮ রান করে আউট শিবম দুবে

২৬ বলে ২৮ রান করে কুমার কার্তিকেয়র বলে বোল্ড হয়ে গেলেন শিবম দুবে। ১২৫ রানে ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

10:17 PM (IST) Apr 08

১০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৯৭

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ১০ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ৬১ রান। হাতে ৮ উইকেট।

10:07 PM (IST) Apr 08

২৭ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস অজিঙ্কা রাহানের

২৭ বলে ৬১ রান করে পীযূষ চাওলার বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে আউট অজিঙ্কা রাহানে।

09:54 PM (IST) Apr 08

১৯ বলে অর্ধশতরান অজিঙ্কা রাহানের

১৯ বলে অর্ধশতরান করলেন অজিঙ্কা রাহানে। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ভালো জায়গায় চেন্নাই সুপার কিংস।

09:29 PM (IST) Apr 08

চতুর্থ বলেই উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

৪ বলে খেলে রান করার আগেই জেসন বেহরেনডর্ফের বলে বোল্ড হয়ে গেলেন ডেভন কনওয়ে। প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

09:13 PM (IST) Apr 08

৮ উইকেটে ১৫৭ রান করল মুম্বই ইন্ডিয়ানস

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান করল মুম্বই ইন্ডিয়ানস।

08:57 PM (IST) Apr 08

৩১ রান করে আউট টিম ডেভিড

৩১ রান করে তুষার পাণ্ডের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়লেন টিম ডেভিড। ১৩১ রানে ৮ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:51 PM (IST) Apr 08

১১৩ রানে ৭ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

৫ রান করে আউট হয়ে গেলেন ট্রিস্টান স্টাবস। ১১৩ রানে ৭ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:37 PM (IST) Apr 08

১০২ রানে ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

২২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে গেলেন তিলক ভার্মা। ১০২ রানে ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:22 PM (IST) Apr 08

৭৬ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

২ রান করে আউট আর্শাদ খান। ৭৬ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:15 PM (IST) Apr 08

৭৩ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

১২ রান করে রবীন্দ্র জাদেজার বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ৭৩ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:11 PM (IST) Apr 08

আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ সূর্যকুমার যাদব

২ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলেন টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। ৬৭ রানে ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:06 PM (IST) Apr 08

৩২ রান করে আউট ঈশান কিষাণ

২১ বলে ৩২ রান করে রবীন্দ্র জাদেজার বলে ডোয়েন প্রিটোরিয়াসকে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান কিষাণ। ৬৪ রানে ২ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

07:52 PM (IST) Apr 08

১৩ বলে ২১ রান করে বোল্ড রোহিত শর্মা

১৩ বলে ২১ রান করে তুষার দেশপাণ্ডের বলে বোল্ড হয়ে গেলেন তুষার দেশপাণ্ডে। ৩৮ রানে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

07:44 PM (IST) Apr 08

আইপিএল-এ অভিষেক সিসান্দা মাগালার

আইপিএল-এ অভিষেক হল দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালার। চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলছেন এই পেসার।

07:35 PM (IST) Apr 08

ব্যাটিং করছেন রোহিত শর্মা-ঈশান কিষাণ

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

07:26 PM (IST) Apr 08

মুম্বই ইন্ডিয়ানস দলে নেই জোফ্রা আর্চার

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, আর্শাদ খান, হৃতিক শকিন, পীযূষ চাওলা ও জেস বেহরেনডর্ফ।

07:20 PM (IST) Apr 08

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন অজিঙ্কা রাহানে

চেন্নাই সুপার কিংস দল- ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা ও তুষার দেশপাণ্ডে।

07:05 PM (IST) Apr 08

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং চেন্নাই সুপার কিংসের

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


More Trending News