আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের লড়াই চলছে। বরাবরই কেকেআর-এর কঠিন প্রতিপক্ষ মুম্বই। রবিবারও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। পয়েন্ট তালিকায় পিছনের দিকে আছে রোহিত শর্মার দল। ফলে ঘরের মাঠে জয় পেতে মরিয়া মুম্বই।
07:21 PM (IST) Apr 16
ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস।
07:19 PM (IST) Apr 16
৪ বলে ৬ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার নেহাল ওয়াধেরা। ১৮৪ রানে ৫ উইকেট হারাল মুম্বই।
07:13 PM (IST) Apr 16
২৫ বলে ৪৩ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৭৬ রানে ৪ উইকেট হারাল মুম্বই।
06:56 PM (IST) Apr 16
২৫ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার তিলক ভার্মা। ১৪৭ রানে তৃতীয় উইকেট হারাল মুম্বই।
06:35 PM (IST) Apr 16
১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ২ উইকেটে ১০৯। তিলক ভার্মা ১৬ ও সূর্যকুমার যাদব ১৪ রানে অপরাজিত। ৫৮ রান করে আউট হয়ে গিয়েছেন ঈশান কিষাণ।
06:06 PM (IST) Apr 16
২০ রান করে আউট মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। সূযশ শর্মার বলে অসাধারণ ক্যাচ নিলেন উমেশ যাদব।
06:04 PM (IST) Apr 16
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর বিনা উইকেটে ৫৭। ঈশান কিষাণ ৪২ ও রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত।
05:58 PM (IST) Apr 16
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩ ওভারে ৩৫ রান করল মুম্বই ইন্ডিয়ানস। ঈশান কিষাণ ২৬ ও রোহিত শর্মা ৯ রানে অপরাজিত।
05:42 PM (IST) Apr 16
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তবে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং ওপেন করতে নামলেন তিনি।
05:37 PM (IST) Apr 16
২০০৮ সালে প্রথম আইপিএল-এ শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তারপর রবিবার শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫ বছর পর শতরান পেলেন কেকেআর-এর কোনও ব্যাটার।
05:28 PM (IST) Apr 16
ভেঙ্কটেশ আইয়ারের শতরানের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬ উইকেটে ১৮৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
05:19 PM (IST) Apr 16
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বড় রান পেলেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। ১৮ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেন এই বাঁ হাতি ব্যাটার।
05:13 PM (IST) Apr 16
৫১ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫৯ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
05:05 PM (IST) Apr 16
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৪৯ বলে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার। এটাই আইপিএল-এ তাঁর প্রথম শতরান।
04:46 PM (IST) Apr 16
১১ বলে ১৩ রান করে আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ৮৬ রানে ব্যাটিং করছেন ভেঙ্কটেশ আইয়ার।
04:21 PM (IST) Apr 16
১০ বল খেলে ৫ রান করেই আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭৩ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
04:09 PM (IST) Apr 16
১২ বলে ৮ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
04:01 PM (IST) Apr 16
শুরুতেই এন জগদীশন আউট হয়ে গেলেও, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ব্যাটিং করছেন ভেঙ্কটেশ আইয়ার। মন্থর ব্যাটিং করছেন রহমানউল্লাহ গুরবাজ।
03:44 PM (IST) Apr 16
৫ বলে খেলে ০ রানে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশন। ১১ রানে প্রথম উইকেট হারাল কেকেআর।
03:29 PM (IST) Apr 16
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারে বোলিং করছেন অর্জুন তেন্ডুলকর।
03:15 PM (IST) Apr 16
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।
03:12 PM (IST) Apr 16
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, তিল ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন তেন্ডুলকর, হৃতিক শকিন, পীযূষ চাওলা, ডুয়ান জ্যানসেন ও রিলি মেরেডিথ।
03:09 PM (IST) Apr 16
দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর অবশেষে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল-এ খেলার সুযোগ পাচ্ছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর।
03:03 PM (IST) Apr 16
আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স।