নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অধিনায়ক নীতীশ রানার নেতৃত্বে পথ চলা শুরু হল কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে কেকেআর। প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই আইপিএল অভিযান শুরু করাই লক্ষ্য কেকেআর-এর।
07:53 PM (IST) Apr 01
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। হার দিয়ে আইপিএল অভিযান শুরু হল কেকেআর-এর।
07:39 PM (IST) Apr 01
বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাওয়ার পর এখনও শুরু করা গেল না পাঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। কমানো হতে পারে ওভার সংখ্যা।
07:19 PM (IST) Apr 01
১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭ উইকেটে ১৪৬। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৬ রান দরকার কেকেআর-এর।
07:15 PM (IST) Apr 01
৩৪ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৭ উইকেট খুইয়ে হারের মুখে কলকাতা নাইট রাইডার্স।
07:10 PM (IST) Apr 01
১৯ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের জয়ের আশা কমছে।
06:47 PM (IST) Apr 01
২৪ রান করে আউটে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪ রান করে আউট রিঙ্কু সিং। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে কেকেআর।
06:32 PM (IST) Apr 01
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার লড়াই চালাচ্ছেন।
06:17 PM (IST) Apr 01
২২ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ। ২৯ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
06:04 PM (IST) Apr 01
কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে মনদীপ সিংয়ের পর অনুকূল রায়কেও (৪) আউট করে দিলেন আর্শদীপ সিং। ১৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।
05:59 PM (IST) Apr 01
২ রান করে আর্শদীপ সিংয়ের বলে স্যাম কারানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার মনদীপ সিং।
05:55 PM (IST) Apr 01
ভানুকা রাজাপক্ষের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ঋষি ধাওয়ানকে মাঠে নামাল পাঞ্জাব কিংস।
05:53 PM (IST) Apr 01
১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং ওপেন করছেন রহমানউল্লা গুরবাজ ও মনদীপ সিং।
05:42 PM (IST) Apr 01
আইপিএল-এর ইতিহাসে এরকম ঘটনা বোধহয় এর আগে ঘটেনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শুরু হওয়ার মুখে বাতিস্তম্ভের আলো নিভে গেল। ফলে কেকেআর-এর ইনিংস শুরু হতে দেরি হচ্ছে।
05:23 PM (IST) Apr 01
৫ উইকেটে ১৯২ রান করল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৫০ রান ভানুকা রাজাপক্ষর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪ রান দিয়ে ২ উইকেট নিলেন টিম সাউদি।
05:04 PM (IST) Apr 01
১৩ বলে ১৬ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে গেলেন সিকন্দর রাজা। ১৬৮ রানে ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
04:46 PM (IST) Apr 01
২৯ বলে ৪০ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। চতুর্থ উইকেট পেল কেকেআর।
04:40 PM (IST) Apr 01
১১ বলে ২১ রান করেন আউট হয়ে গেলেন জিতেশ শর্মা। পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।
04:27 PM (IST) Apr 01
৩২ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেন পাঞ্জাব কিংসের ব্যাটার ভানুকা রাজাপক্ষ। দ্বিতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স। রাজাপক্ষকে আউট করলেন উমেশ যাদব।
04:15 PM (IST) Apr 01
ভালো ব্যাটিং করছেন ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান। বড় স্কোরের পথে পাঞ্জাব কিংস।
03:56 PM (IST) Apr 01
ষষ্ঠ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে গেল পাঞ্জাব কিংসের স্কোর। ক্রিজে শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।
03:42 PM (IST) Apr 01
১২ বলে ২৩ রান করে টিম সাউদির বলে রহমানউল্লা গুরবাজকে ক্যাচ দিয়ে আউট প্রভসিমরন সিং। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পেল কেকেআর।
03:35 PM (IST) Apr 01
প্রথম ওভারের শেষ পাঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৯ রান। উমেশ যাদবের প্রথম ওভারেই ওভার-বাউন্ডারি মারলেন প্রভসিমরন সিং।
03:16 PM (IST) Apr 01
পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কারান, সিকন্দর রাজা, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার ও আর্শদীপ সিং।
03:14 PM (IST) Apr 01
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লা গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকূল রায়, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
03:03 PM (IST) Apr 01
আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা।