Asianet News | Published : Apr 1, 2023 9:23 AM IST / Updated: Apr 01 2023, 07:53 PM IST

IPL 2023 PBKS Vs KKR Live: ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে জয় পাঞ্জাব কিংসের

সংক্ষিপ্ত

নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অধিনায়ক নীতীশ রানার নেতৃত্বে পথ চলা শুরু হল কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে কেকেআর। প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই আইপিএল অভিযান শুরু করাই লক্ষ্য কেকেআর-এর।

07:53 PM (IST) Apr 01

বৃষ্টির জন্য বন্ধ হওয়ার পর আর শুরু হল না ম্যাচ, জয়ী পাঞ্জাব কিংস

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। হার দিয়ে আইপিএল অভিযান শুরু হল কেকেআর-এর।

07:39 PM (IST) Apr 01

এখনও শুরু করা গেল না ম্যাচ, কমতে পারে ওভার

বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাওয়ার পর এখনও শুরু করা গেল না পাঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। কমানো হতে পারে ওভার সংখ্যা।

07:19 PM (IST) Apr 01

বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল পাঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ

১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭ উইকেটে ১৪৬। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৬ রান দরকার কেকেআর-এর।

07:15 PM (IST) Apr 01

আউট ভেঙ্কটেশ আইয়ার, ৭ উইকেট হারাল কেকেআর

৩৪ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৭ উইকেট খুইয়ে হারের মুখে কলকাতা নাইট রাইডার্স।

07:10 PM (IST) Apr 01

৩৫ রান করে আউট আন্দ্রে রাসেল, হারের মুখে কেকেআর

১৯ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের জয়ের আশা কমছে।

06:47 PM (IST) Apr 01

৮০ রানে ৫ উইকেট খুইয়ে হারের মুখে কলকাতা নাইট রাইডার্স

২৪ রান করে আউটে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪ রান করে আউট রিঙ্কু সিং। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে কেকেআর।

06:32 PM (IST) Apr 01

লড়াই চালাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার লড়াই চালাচ্ছেন।

06:17 PM (IST) Apr 01

২৯ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

২২ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ। ২৯ রানে ৩ উইকেট হারাল কেকেআর।

06:04 PM (IST) Apr 01

এক ওভারে জোড়া উইকেট আর্শদীপ সিংয়ের

কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে মনদীপ সিংয়ের পর অনুকূল রায়কেও (৪) আউট করে দিলেন আর্শদীপ সিং। ১৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।

05:59 PM (IST) Apr 01

কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের সপ্তম বলে প্রথম উইকেট

২ রান করে আর্শদীপ সিংয়ের বলে স্যাম কারানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার মনদীপ সিং।

05:55 PM (IST) Apr 01

পাঞ্জাব কিংসের 'ইমপ্যাক্ট প্লেয়ার' ঋষি ধাওয়ান

ভানুকা রাজাপক্ষের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ঋষি ধাওয়ানকে মাঠে নামাল পাঞ্জাব কিংস।

05:53 PM (IST) Apr 01

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করছেন রহমানউল্লা গুরবাজ ও মনদীপ সিং

১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং ওপেন করছেন রহমানউল্লা গুরবাজ ও মনদীপ সিং।

05:42 PM (IST) Apr 01

বাতিস্তম্ভে বিঘ্নের কারণে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শুরু হতে দেরি

আইপিএল-এর ইতিহাসে এরকম ঘটনা বোধহয় এর আগে ঘটেনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শুরু হওয়ার মুখে বাতিস্তম্ভের আলো নিভে গেল। ফলে কেকেআর-এর ইনিংস শুরু হতে দেরি হচ্ছে।

05:23 PM (IST) Apr 01

কলকাতা নাইট রাইডার্সের টার্গেট ১৯২

৫ উইকেটে ১৯২ রান করল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৫০ রান ভানুকা রাজাপক্ষর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪ রান দিয়ে ২ উইকেট নিলেন টিম সাউদি।

05:04 PM (IST) Apr 01

সুনীল নারিনের বলে আউট সিকন্দর রাজা, ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস

১৩ বলে ১৬ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে গেলেন সিকন্দর রাজা। ১৬৮ রানে ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস।

04:46 PM (IST) Apr 01

চতুর্থ উইকেট হারাল পাঞ্জাব কিংস

২৯ বলে ৪০ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। চতুর্থ উইকেট পেল কেকেআর।

04:40 PM (IST) Apr 01

পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেট তুলে নিল কলকাতা নাইট রাইডার্স

১১ বলে ২১ রান করেন আউট হয়ে গেলেন জিতেশ শর্মা। পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।

04:27 PM (IST) Apr 01

৩২ বলে ৫০ রান করে আউট ভানুকা রাজাপক্ষ

৩২ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেন পাঞ্জাব কিংসের ব্যাটার ভানুকা রাজাপক্ষ। দ্বিতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স। রাজাপক্ষকে আউট করলেন উমেশ যাদব।

04:15 PM (IST) Apr 01

বড় স্কোরের পথে পাঞ্জাব কিংস

ভালো ব্যাটিং করছেন ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান। বড় স্কোরের পথে পাঞ্জাব কিংস।

03:56 PM (IST) Apr 01

৫০ পেরিয়ে গেল পাঞ্জাব কিংসের স্কোর

ষষ্ঠ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে গেল পাঞ্জাব কিংসের স্কোর। ক্রিজে শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।

03:42 PM (IST) Apr 01

বিপজ্জনক হয়ে ওঠার আগেই প্রভসিমরন সিংকে ফিরিয়ে দিলেন টিম সাউদি

১২ বলে ২৩ রান করে টিম সাউদির বলে রহমানউল্লা গুরবাজকে ক্যাচ দিয়ে আউট প্রভসিমরন সিং। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পেল কেকেআর।

03:35 PM (IST) Apr 01

পাঞ্জাব কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমছেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং

প্রথম ওভারের শেষ পাঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৯ রান। উমেশ যাদবের প্রথম ওভারেই ওভার-বাউন্ডারি মারলেন প্রভসিমরন সিং।

03:16 PM (IST) Apr 01

কলকাতা নাইট রাউডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম একাদশে অলরাউন্ডারের ভিড়

পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কারান, সিকন্দর রাজা, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার ও আর্শদীপ সিং।

03:14 PM (IST) Apr 01

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে ৪ বিদেশি

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লা গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকূল রায়, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

03:03 PM (IST) Apr 01

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স

আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা।


More Trending News