IPL 2023 RCB Vs MI Live: ৮২ রানে অপরাজিত বিরাট, ৮ উইকেটে জয় আরসিবি-র

সংক্ষিপ্ত

একদিকে আইপিএল-এ সফলতম দল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস, অন্যদিকে ১৫ বছরে একবারও ট্রফি জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৬-তম আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি বিরাট কোহলি ও রোহিত শর্মা।

11:05 PM (IST) Apr 02

মুম্বই ইন্ডিয়ানসকে ৮ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসির ৭৩ ও বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসকে ৮ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

10:58 PM (IST) Apr 02

০ রানে আউট দীনেশ কার্তিক, দ্বিতীয় উইকেট হারাল আরসিবি

৩ বল খেলে ০ রানে আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক। দ্বিতীয় উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

10:54 PM (IST) Apr 02

৭৩ রান করে আউট হয়ে গেলেন ফাফ ডু প্লেসি

৪৩ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি।

10:38 PM (IST) Apr 02

অর্ধশতরান করলেন বিরাট কোহলিও

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ওপেনারই অর্ধশতরান করলেন। অধিনায়ক ফাফ ডু প্লেসির পর ৫০ রানে পৌঁছে গেলেন বিরাট কোহলিও। জয়ের পথে আরসিবি।

10:29 PM (IST) Apr 02

অর্ধশতরান করলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি

অর্ধশতরান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। ভালো ব্যাটিং করছেন বিরাট কোহলিও। জয়ের দিকে এগিয়ে চলছে আরসিবি।

10:12 PM (IST) Apr 02

৬ ওভারে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল আরসিবি-র স্কোর

৬ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর বিনা উইকেটে ৫৩। বিরাট কোহলি ২৩ ও ফাফ ডু প্লেসি ২৬ রানে অপরাজিত।

09:47 PM (IST) Apr 02

আরবিসি-র হয়ে ওপেন করতে নেমেছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রান তাড়া করতে নেমেছেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি।

09:35 PM (IST) Apr 02

তিলক ভার্মার অনবদ্য ইনিংসের সুবাদে লড়াই করার মতো স্কোর মুম্বই ইন্ডিয়ানসের

শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, তিলক ভার্মার অপরাজিত ৮৪ রানের সুবাদে ৭ উইকেটে ১৭১ রান করল মুম্বই ইন্ডিয়ানস।

09:11 PM (IST) Apr 02

অর্ধশতরান করলেন তিলক ভার্মা

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে একা লড়াই চালাচ্ছেন তিলক ভার্মা। তিনি অর্ধশতরান করেছেন। ১২৩ রানে ৭ উইকেট হারিয়েছে মুম্বই।

08:52 PM (IST) Apr 02

৯৮ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

২১ রান করে আউট হয়ে গেলেন নেহাল ওয়াধেরা। ৯৮ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:29 PM (IST) Apr 02

১৫ রান করে আউট সূর্যকুমার যাদব, ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

১৬ বলে ১৫ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ৪৮ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

08:19 PM (IST) Apr 02

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সূর্যকুমার যাদব-তিলক ভার্মা

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে লড়াই করার চেষ্টা করছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।

08:02 PM (IST) Apr 02

১ রান করে আউট মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা

১০ বল খেলে ১ রান করেই আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। ২০ রানে ৩ উইকেট হারাল মুম্বই।

07:50 PM (IST) Apr 02

১৬ রানে ২ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস

৫ রান করে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ১৬ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

07:47 PM (IST) Apr 02

১০ রান করে আউট ঈশান কিষাণ

১০ রান করে মহম্মদ সিরাজের বলে হর্ষল প্যাটেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ঈশান কিষাণ। ১১ রানে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।

07:41 PM (IST) Apr 02

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং করছেন রোহিত-ঈশান

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

07:19 PM (IST) Apr 02

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন জোফ্রা আর্চার

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শকিন, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার ও আর্শাদ খান।

07:17 PM (IST) Apr 02

আরসিবি-র হয়ে ব্যাটিং ওপেন করবেন বিরাট কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, করণ শর্মা, হর্ষ প্যাটেল, আকাশ দীপ, রিসি টপলি ও মহম্মদ সিরাজ।

07:15 PM (IST) Apr 02

২০১৩ থেকে আইপিএল-এর প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ানস

৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হলেও, ২০১৩ থেকে কোনওবারই প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ানস। এবার সেই রেকর্ড বদলাতে মরিয়া রোহিত শর্মার দল।

07:09 PM (IST) Apr 02

খেলছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে জল্পনা শুরু হলেও কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন রোহিত প্রথম ম্যাচ খেলবেন। সেই ঘোষণা অনুযায়ী খেলছেন রোহিত।

07:03 PM (IST) Apr 02

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে আরসিবি

আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


More Trending News