একদিকে আইপিএল-এ সফলতম দল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস, অন্যদিকে ১৫ বছরে একবারও ট্রফি জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৬-তম আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি বিরাট কোহলি ও রোহিত শর্মা।
11:05 PM (IST) Apr 02
ফাফ ডু প্লেসির ৭৩ ও বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসকে ৮ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
10:58 PM (IST) Apr 02
৩ বল খেলে ০ রানে আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক। দ্বিতীয় উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
10:54 PM (IST) Apr 02
৪৩ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি।
10:38 PM (IST) Apr 02
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ওপেনারই অর্ধশতরান করলেন। অধিনায়ক ফাফ ডু প্লেসির পর ৫০ রানে পৌঁছে গেলেন বিরাট কোহলিও। জয়ের পথে আরসিবি।
10:29 PM (IST) Apr 02
অর্ধশতরান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। ভালো ব্যাটিং করছেন বিরাট কোহলিও। জয়ের দিকে এগিয়ে চলছে আরসিবি।
10:12 PM (IST) Apr 02
৬ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর বিনা উইকেটে ৫৩। বিরাট কোহলি ২৩ ও ফাফ ডু প্লেসি ২৬ রানে অপরাজিত।
09:47 PM (IST) Apr 02
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রান তাড়া করতে নেমেছেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি।
09:35 PM (IST) Apr 02
শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, তিলক ভার্মার অপরাজিত ৮৪ রানের সুবাদে ৭ উইকেটে ১৭১ রান করল মুম্বই ইন্ডিয়ানস।
09:11 PM (IST) Apr 02
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে একা লড়াই চালাচ্ছেন তিলক ভার্মা। তিনি অর্ধশতরান করেছেন। ১২৩ রানে ৭ উইকেট হারিয়েছে মুম্বই।
08:52 PM (IST) Apr 02
২১ রান করে আউট হয়ে গেলেন নেহাল ওয়াধেরা। ৯৮ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
08:29 PM (IST) Apr 02
১৬ বলে ১৫ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ৪৮ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
08:19 PM (IST) Apr 02
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে লড়াই করার চেষ্টা করছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।
08:02 PM (IST) Apr 02
১০ বল খেলে ১ রান করেই আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। ২০ রানে ৩ উইকেট হারাল মুম্বই।
07:50 PM (IST) Apr 02
৫ রান করে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ১৬ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
07:47 PM (IST) Apr 02
১০ রান করে মহম্মদ সিরাজের বলে হর্ষল প্যাটেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ঈশান কিষাণ। ১১ রানে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
07:41 PM (IST) Apr 02
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
07:19 PM (IST) Apr 02
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শকিন, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার ও আর্শাদ খান।
07:17 PM (IST) Apr 02
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, করণ শর্মা, হর্ষ প্যাটেল, আকাশ দীপ, রিসি টপলি ও মহম্মদ সিরাজ।
07:15 PM (IST) Apr 02
৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হলেও, ২০১৩ থেকে কোনওবারই প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ানস। এবার সেই রেকর্ড বদলাতে মরিয়া রোহিত শর্মার দল।
07:09 PM (IST) Apr 02
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে জল্পনা শুরু হলেও কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন রোহিত প্রথম ম্যাচ খেলবেন। সেই ঘোষণা অনুযায়ী খেলছেন রোহিত।
07:03 PM (IST) Apr 02
আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।