IPL 2023 SRH Vs KKR Live Updates: সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দিল কেকেআর

সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিততে না পারলে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে নীতীশ রানার দল।

11:23 PM (IST) May 04

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ রানে জয় কলকাতা নাইট রাইডার্সের

কলকাতা নাইট রাইডার্সের ৯ উইকেটে ১৭১ রানের জবাবে ৮ উইকেটে ১৬৬ রান করল সারাইজার্স হায়দরাবাদ। ৫ রানে জয় পেল কেকেআর।

11:12 PM (IST) May 04

জয়ের জন্য শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ৯ রান

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ৯ রান।

11:06 PM (IST) May 04

১৫২ রানে ৭ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ

১ রান করে আউট মার্কো জ্যানসেন। ১৫২ রানে ৭ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

10:57 PM (IST) May 04

৪১ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম

৪১ রান করে বৈভব অরোরার বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে আউট সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম।

10:44 PM (IST) May 04

২০ বলে ৩৬ রান করে আউট হেইনরিক ক্লাসেন, ৫ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ

১২৪ রানে ৫ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ২০ বলে ৩৬ রান করে শার্দুল ঠাকুরের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হেইনরিক ক্লাসেন।

10:22 PM (IST) May 04

১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৭৫

১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৭৫। ক্রিজে এইডেন মার্করাম (১০) ও হেইনরিক ক্লাসেন (১১)। জয়ের জন্য দরকার ৬০ বলে ৯৭ রান।

10:07 PM (IST) May 04

৪ বল খেলে ০ রানে অনুকূল রায়ের বলে এলবিডব্লু হ্যারি ব্রুক

৫৪ রানে ৪ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ০ রানে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক।

10:03 PM (IST) May 04

৫৩ রানে ৩ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ

৯ বলে ২০ রান করে আন্দ্রে রাসেলের বলে বৈভব অরোরাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রাহুল ত্রিপাঠি। ৫৩ রানে ৩ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

09:51 PM (IST) May 04

৯ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা

১০ বলে ৯ রান করে শার্দুল ঠাকুরের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। ৩৭ রানে ২ উইকেট হারাল হায়দরাবাদ।

09:43 PM (IST) May 04

তৃতীয় ওভারেই ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে দিলেন হর্ষিত রানা

১৮ রান করে হর্ষিত রানার বলে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে আউট ময়ঙ্ক আগরওয়াল। ২৯ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

09:27 PM (IST) May 04

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অভিষেক শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল

রান তাড়া করতে নেমে হর্ষিত রানার প্রথম বলেই বাউন্ডারি মারলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা।

09:11 PM (IST) May 04

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯ উইকেটে ১৭১ রান করল কলকাতা নাইট রাইডার্স

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৭১ রান করল কলকাতা নাইট রাইডার্স।

09:08 PM (IST) May 04

৪৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং

৩৫ বলে ৪৬ রান করে আউট রিঙ্কু সিং। টি নটরাজনের বলে অসাধারণ ক্যাচ নিলেন আবদুল সামাদ।

08:47 PM (IST) May 04

১৩০ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

১ রান করে আউট সুনীল নারিন। ১৩০ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

08:42 PM (IST) May 04

১২৭ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

২৪ রান করে ময়ঙ্ক মার্কণ্ডের বলে টি নটরাজনকে ক্যাচ দিয়ে আউট আন্দ্রে রাসেল। ১২৭ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

08:30 PM (IST) May 04

নিজের বলেই অসাধারণ ক্যাচ নিয়ে নীতীশ রানাকে ফেরালেন এইডেন মার্করাম

নিজের বলেই অসাধারণ ক্যাচ নিয়ে নীতীশ রানাকে আউট করে দিলেন এইডেন মার্করাম। ৪২ রান করে আউট কেকেআর অধিনায়ক। ৯৬ রানে ৪ উইকেট হারাল কেকেআর।

08:25 PM (IST) May 04

অর্ধশতরানের পথে নীতীশ রানা, লড়াই করছে কেকেআর

অধিনায়ক নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের লড়াইয়ের সুবাদে ম্যাচে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। অর্ধশতরানের পথে নীতীশ।

08:08 PM (IST) May 04

৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৫৪

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চাপে কলকাতা নাইট রাইডার্স। লড়াই চালাচ্ছেন নীতীশ রানা ও রিঙ্কু সিং।

07:45 PM (IST) May 04

ক্রিজে জেসন রয়, নীতীশ রানা, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর

বড় স্কোর করতে হলে জেসন রয় ও নীতীশ রানাকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। সেই আশায় কেকেআর।

07:40 PM (IST) May 04

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতেই জোড়া উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। আউট রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।


More Trending News