চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিততে না পারলে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে নীতীশ রানার দল।
11:23 PM (IST) May 04
কলকাতা নাইট রাইডার্সের ৯ উইকেটে ১৭১ রানের জবাবে ৮ উইকেটে ১৬৬ রান করল সারাইজার্স হায়দরাবাদ। ৫ রানে জয় পেল কেকেআর।
11:12 PM (IST) May 04
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ৯ রান।
11:06 PM (IST) May 04
১ রান করে আউট মার্কো জ্যানসেন। ১৫২ রানে ৭ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
10:57 PM (IST) May 04
৪১ রান করে বৈভব অরোরার বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে আউট সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম।
10:44 PM (IST) May 04
১২৪ রানে ৫ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ২০ বলে ৩৬ রান করে শার্দুল ঠাকুরের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হেইনরিক ক্লাসেন।
10:22 PM (IST) May 04
১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৭৫। ক্রিজে এইডেন মার্করাম (১০) ও হেইনরিক ক্লাসেন (১১)। জয়ের জন্য দরকার ৬০ বলে ৯৭ রান।
10:07 PM (IST) May 04
৫৪ রানে ৪ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ০ রানে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক।
10:03 PM (IST) May 04
৯ বলে ২০ রান করে আন্দ্রে রাসেলের বলে বৈভব অরোরাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রাহুল ত্রিপাঠি। ৫৩ রানে ৩ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
09:51 PM (IST) May 04
১০ বলে ৯ রান করে শার্দুল ঠাকুরের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। ৩৭ রানে ২ উইকেট হারাল হায়দরাবাদ।
09:43 PM (IST) May 04
১৮ রান করে হর্ষিত রানার বলে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে আউট ময়ঙ্ক আগরওয়াল। ২৯ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
09:27 PM (IST) May 04
রান তাড়া করতে নেমে হর্ষিত রানার প্রথম বলেই বাউন্ডারি মারলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা।
09:11 PM (IST) May 04
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৭১ রান করল কলকাতা নাইট রাইডার্স।
09:08 PM (IST) May 04
৩৫ বলে ৪৬ রান করে আউট রিঙ্কু সিং। টি নটরাজনের বলে অসাধারণ ক্যাচ নিলেন আবদুল সামাদ।
08:47 PM (IST) May 04
১ রান করে আউট সুনীল নারিন। ১৩০ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:42 PM (IST) May 04
২৪ রান করে ময়ঙ্ক মার্কণ্ডের বলে টি নটরাজনকে ক্যাচ দিয়ে আউট আন্দ্রে রাসেল। ১২৭ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:30 PM (IST) May 04
নিজের বলেই অসাধারণ ক্যাচ নিয়ে নীতীশ রানাকে আউট করে দিলেন এইডেন মার্করাম। ৪২ রান করে আউট কেকেআর অধিনায়ক। ৯৬ রানে ৪ উইকেট হারাল কেকেআর।
08:25 PM (IST) May 04
অধিনায়ক নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের লড়াইয়ের সুবাদে ম্যাচে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। অর্ধশতরানের পথে নীতীশ।
08:08 PM (IST) May 04
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চাপে কলকাতা নাইট রাইডার্স। লড়াই চালাচ্ছেন নীতীশ রানা ও রিঙ্কু সিং।
07:45 PM (IST) May 04
বড় স্কোর করতে হলে জেসন রয় ও নীতীশ রানাকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। সেই আশায় কেকেআর।
07:40 PM (IST) May 04
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। আউট রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।