দেশের হয়ে খেলা সবসময় গর্ব, সম্মানের, আমি সবসময় গর্ব অনুভব করি। দলের সবাই পেশাদার। ফলে আশা করি সমস্যা হবে না,' বললেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
'টি-২০ ফর্ম্যাটের সঙ্গে ওডিআই-এর খুব একটা পার্থক্য নেই। শুধু টি-২০ ম্যাচে ৬ ওভারের পাওয়ার প্লে-থাকে। ফলে আমরা টি-২০ ফর্ম্যাটে এতদিন যেভাবে খেলে এসেছি, ওডিআই ম্যাচেও সেভাবেই খেলব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ওপেন করবেন শুবমান গিল ও ঈশান কিষান। দলের সব বোলারই অভিজ্ঞ। ফলে বোলিং বিভাগ নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না। দেশের হয়ে খেলা সবসময় গর্ব, সম্মানের। আমি সবসময় গর্ব অনুভব করি। দলের সবাই পেশাদার। ফলে আশা করি সমস্যা হবে না,' বললেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।