মঙ্গলবার আইপিএল-এ হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মার লড়াই। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।
মঙ্গলবার আইপিএল-এ হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মার লড়াই। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে গুজরাট, পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে মুম্বই। পয়েন্ট তালিকায় ৪ নম্বরে গুজরাট, ৭ নম্বরে মুম্বই। মঙ্গলবার জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে গুজরাট। এই ম্যাচে জয় পেলেও ৭ নম্বরেই থাকতে পারে মুম্বই। গত ম্যাচে প্রচুর রান দিয়েছেন অর্জুন তেন্ডুলকর। ফলে গুজরাটের বিরুদ্ধে বাদ পড়তে পারেন এই পেসার।