দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৭৭ রানে হারিয়ে চলতি আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল মহেন্দ্র সিং ধোনির দল।
দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৭৭ রানে হারিয়ে চলতি আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল মহেন্দ্র সিং ধোনির দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২২৩ রান করে সিএসকে। ওপেনার ডেভন কনওয়ে ৮৭ ও রুতুরাজ গায়কোয়াড় ৭৯ রান করেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে একা লড়াই করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ৮৬ রান করেন। কিন্তু ওয়ার্নারের একার পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ৯ উইকেটে ১৪৬ রান করেই থেমে যায় দিল্লি ক্যাপিটালস।