শুক্রবার আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই ৩ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে সিএসকে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ।
শুক্রবার আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই ৩ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে সিএসকে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। এইডেন মার্করামের দল খারাপ খেলছে না। হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, ভুবনেশ্বর কুমার, টি নটরাজনরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও দলগতভাবে ভালো খেলতে পারছে না হায়দরাবাদ। অন্যদিকে, দুরন্ত ছন্দে মহেন্দ্র সিং ধোনিরা। এবারের আইপিএল-এ নিজেকে নতুন করে প্রমাণ করছেন অজিঙ্কা রাহানে। ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে সিএসকে। ফলে ধোনিদেরই পাল্লা ভারী।