২৮ মে শুরু হয়ে সেদিনই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেদিন শুরু করা যায়নি। ২৯ মে শুরু হলেও, বৃষ্টির জন্য মাঝপথে থমকে যায়। ৩০ মে শেষ হল আইপিএল ফাইনাল। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়েই বারবার বদলাচ্ছিল ম্যাচের রং।
২৮ মে শুরু হয়ে সেদিনই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেদিন শুরু করা যায়নি। ২৯ মে শুরু হলেও, বৃষ্টির জন্য মাঝপথে থমকে যায়। ৩০ মে শেষ হল আইপিএল ফাইনাল। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়েই বারবার বদলাচ্ছিল ম্যাচের রং। শেষ বলে হল ফয়সলা। মহেন্দ্র সিং ধোনির হাতে পঞ্চম আইপিএল ট্রফি তুলে দিলেন রবীন্দ্র জাদেজা। শেষ ২ বলে ১০ রান করে ম্যাচ জেতালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন। ৪ উইকেটে ২১৪ রান করে গুজরাট। কিন্তু বৃষ্টির কারণে সিএসকে-র ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ১৫। ধোনিদের সংশোধিত টার্গেট হয় ১৭১। ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়াডুরা দলের জয়ে অবদান রাখলেন। ধোনি অবশ্য প্রথম বলেই আউট হয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। ভালো বোলিং করছিলেন মোহিত শর্মা। কিন্তু শেষ ২ বলে ম্যাচের রং বদলে দিলেন জাদেজা। মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করল চেন্নাই সুপার কিংস।