কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত গুজরাট টাইটানস ফের মাঠে নামছে। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত গুজরাট টাইটানস ফের মাঠে নামছে। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। অসুস্থতার জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলতে না পারলেও, পাঞ্জাব ম্যাচে দলে ফিরছেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বাদ পড়ছেন গত ম্যাচের খলনায়ক যশ দয়াল। গুজরাট ও পাঞ্জাব, ২ দলই ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। ফলে বৃহস্পতিবার যে দল জিতবে তারা কিছুটা এগিয়ে যাবে। এদিন ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।