সোমবার আইপিএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট ৮। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর-এর একধাপ উপরে পাঞ্জাব।
সোমবার আইপিএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট ৮। পয়েন্ট তালিকায় ৮ নম্বরে নীতীশ রানার দল। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততেই হবে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর-এর একধাপ উপরে পাঞ্জাব। ফলে দু'দলই জয় পেতে মরিয়া। এই ম্যাচের আগে কেকেআর শিবিরের চিন্তায় ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনের ফর্ম। বোলিং-ব্যাটিং, কোনও বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না নারিন। তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা চলছে। তবে দলের বাকিরা তৈরি।