রবিবার আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নীতীশদের।
রবিবার আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নীতীশদের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে কেকেআর। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে সিএসকে। রবিবার জিতলেই প্লে-অফে নিশ্চিত হয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা। ঘরের মাঠে জয় পেতে মরিয়া সিএসকে। ফলে কেকেআর-এর লড়াই যথেষ্ট কঠিন। অজিঙ্কা রাহানে, ডেভন কনওয়েদের থামাতে স্পিনারদের উপরেই ভরসা করছে কেকেআর।