শনিবাসরীয় সন্ধেয় ইডেন গার্ডেন্সে মহারণ। সবুজ-মেরুন জার্সির লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ইডেনের গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের ভূমিকাই এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইডেন গার্ডেন্সকে নিজেদের ঘরের মাঠ বলেই দাবি করছে লখনউ সুপার জায়ান্টস। ফলে ঘরের মাঠেই চ্যালেঞ্জের মুখে কেকেআর। লখনউ এই ম্যাচ জিতলেই প্লে-অফে নিশ্চিত হয়ে যাবে। কেকেআর জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। ফলে চাপ বেশি নীতীশ রানাদের উপরেই। তার উপরে যদি কেকেআর-এর চেয়ে লখনউয়ের সমর্থন বেশি থাকে, তাহলে চাপ বেড়ে যেতে পারে। ইডেনের গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের ভূমিকাই এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।