৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। পরপর ২ ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। পরপর ২ ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে বিপর্যস্ত দিল্লি। ফলে বৃহস্পতিবার ডেভিড ওয়ার্নারদের হারিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কেকেআর। এই ম্যাচে কেকেআর দলে একাধিক পরিবর্তন হতে পারে। বাদ পড়তে পারেন পারেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তাঁর পরিবর্তে খেলতে পারেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনও বাদ পড়তে পারেন। তাঁর পরিবর্তে টিম সাউদিকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।