শুক্রবার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে উজ্জীবিত নাইটরা।
শুক্রবার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে উজ্জীবিত নাইটরা। ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না নীতীশ রানার দল। হায়দরাবাদের বিরুদ্ধে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। বাংলাদেশের ব্যাটার লিটন দাস হয়তো খেলার সুযোগ পাবেন না। হায়দরাবাদকে হারালে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে কেকেআর। রান রেট ভালো থাকলে শীর্ষেও পৌঁছে যেতে পারেন রিঙ্কু সিংরা।