ইডেন গার্ডেন্সের গ্যালারিতে ফের 'রিঙ্কু-রিঙ্কু' ধ্বনি শোনা গেল | সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও শেষ বলে চাপের মুখে বাউন্ডারি মেরে কেকেআর-কে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট এনে দিলেন রিঙ্কুই।
ইডেন গার্ডেন্সের গ্যালারিতে ফের 'রিঙ্কু-রিঙ্কু' ধ্বনি শোনা গেল | চলতি আইপিএল-এ তিনি ফিনিশার হয়ে উঠেছেন | শেষ বলে চাপের মুখে বাউন্ডারি মেরে কেকেআর-কে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট এনে দিলেন রিঙ্কুই | ৫ উইকেটে ম্যাচ জিতে আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে টিকে থাকল কেকেআর | রিঙ্কুর পাশাপাশি কেকেআর-এর হয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অধিনায়ক নীতীশ রানা ও ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান | দলের হয়ে সর্বাধিক রান করেন ধাওয়ানই