সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১২১ রান করে হায়দরাবাদ। ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় লখনউ।
সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার ঘরের মাঠে সহজ জয় পেল কে এল রাহুলের দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১২১ রান করে হায়দরাবাদ। ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় লখনউ। ৩৫ রান করেন রাহুল। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে গুজরাট টাইটানসকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল লখনউ।