সূর্যকুমার যাদব, ঈশান কিষাণের মতো ব্যাটাররা যেদিন মেজাজে থাকেন, সেদিন বিপক্ষের বোলারদের খুব বেশি কিছু করার থাকে না। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচেও সেটাই হল।
সূর্যকুমার যাদব, ঈশান কিষাণের মতো ব্যাটাররা যেদিন মেজাজে থাকেন, সেদিন বিপক্ষের বোলারদের খুব বেশি কিছু করার থাকে না। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচেও সেটাই হল। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজ জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল রোহিত শর্মার দল। এই জয়ে বড় অবদান থাকল সূর্যকুমারের। ৩৫ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই তারকা। ২১ বলে ৪২ রান করেন ঈশান। আরসিবি-র হয়ে ভালো ব্যাটিং করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তাঁদের ম্লান করে দিলেন সূর্যকুমার।