জন্মদিনেও ছুটি নেই রোহিত শর্মার। রবিবার সন্ধেবেলা ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। রবিবারের ম্যাচ জিততে না পারলে রোহিতদের প্লে-অফে যাওয়ার আশা আরও কমে যাবে।
জন্মদিনেও ছুটি নেই রোহিত শর্মার। রবিবার সন্ধেবেলা ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। রবিবারের ম্যাচ জিততে না পারলে রোহিতদের প্লে-অফে যাওয়ার আশা আরও কমে যাবে। অন্যদিকে, এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে রাজস্থান রয়্যালস। জন্মদিনে রোহিত শর্মার কাছ থেকে বড় ইনিংসের আশায় মুম্বই ইন্ডিয়ানসের সমর্থকরা। তাঁদের আশা, ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতাবেন রোহিত।