রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল মুম্বইয়ের। ছুটে ২ রান নেন টিম ডেভিড-ক্যামেরন গ্রিন।
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল মুম্বইয়ের। ছুটে ২ রান নেন টিম ডেভিড-ক্যামেরন গ্রিন। এই ওভারেই ডেভিডের ক্যাচ মিস করেন বাংলার পেসার মুকেশ কুমার। রান আউটের সুযোগও কাজে লাগাতে পারেননি দিল্লির ফিল্ডাররা। না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। ৬ উইকেটে জয় পেল মুম্বই। টানা ৪ ম্যাচ হেরে গেল দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও দিল্লিকে জেতাতে পারলেন না। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ফর্মে ফিরলেন। তাঁর দলও জয় পেল।