প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে গুজরাট টাইটানস। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। শুক্রবারের ম্যাচে যে দল জয় পাবে তারা রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।
শুক্রবার আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে গুজরাট টাইটানস। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। শুক্রবারের ম্যাচে যে দল জয় পাবে তারা রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। পরপর ২ বার ফাইনালে উঠতে মরিয়া গুজরাট টাইটানস। মুম্বই ইন্ডিয়ানসও ৩ বছর পর ফাইনালে উঠতে মরিয়া। এই ম্যাচে গুজরাট টাইটানসের অন্যতম ভরসা শুবমান গিল। মুম্বই ইন্ডিয়ানসের ভরসা সূর্যকুমার যাদব।