ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুজরাট টাইটানস জয় পেতেই চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল মুম্বই ইন্ডিয়ানস। ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে পৌঁছে উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস শিবির।
৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে দল। উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস শিবির। রবিবার নিজেরা প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল রোহিত শর্মার দল। এরপর গুজরাট টাইটানস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে প্রত্যাশিত ফলের অপেক্ষা ছিল। গুজরাট টাইটানস জয় পেতেই চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল মুম্বই ইন্ডিয়ানস। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়নরা।