সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। গুজরাট টাইটানস যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে মুম্বই ইন্ডিয়ানস।
ক্যামেরন গ্রিনের অসাধারণ শতরানের সুবাদে আইপিএল-এর লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। রবিবারের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। অসাধারণ পারফরম্যান্স দেখান দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মা। ময়ঙ্ক করেন ৮৩ রান। বিভ্রান্ত করেন ৬৯ রান। রান তাড়া করতে নেমে শুরুতে ঈশান কিষাণের উইকেট হারালেও, অধিনায়ক রোহিত শর্মার ৫৬ ও গ্রিনের অপরাজিত ১০০ রানের সুবাদে সহজ জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ১৪ ম্যাচ খেলে রোহিতদের পয়েন্ট হল ১৬। আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাট টাইটানস যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে মুম্বই ইন্ডিয়ানস।