IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আরসিবি-র দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ানস

সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। গুজরাট টাইটানস যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে মুম্বই ইন্ডিয়ানস।

 

ক্যামেরন গ্রিনের অসাধারণ শতরানের সুবাদে আইপিএল-এর লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। রবিবারের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। অসাধারণ পারফরম্যান্স দেখান দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মা। ময়ঙ্ক করেন ৮৩ রান। বিভ্রান্ত করেন ৬৯ রান। রান তাড়া করতে নেমে শুরুতে ঈশান কিষাণের উইকেট হারালেও, অধিনায়ক রোহিত শর্মার ৫৬ ও গ্রিনের অপরাজিত ১০০ রানের সুবাদে সহজ জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ১৪ ম্যাচ খেলে রোহিতদের পয়েন্ট হল ১৬। আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাট টাইটানস যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে মুম্বই ইন্ডিয়ানস।

03:36Rohit Sharma: ভক্তদের আবদার মেটালেন রোহিত, সকলকে লাইনে দাঁড় করিয়ে তুললেন সেলফি04:01Hardik Pandya: কৃষ্ণ প্রেমে মজেছেন হার্দিক, গাইলেন হরিনাম সংকীর্তন03:00হাউস কিপার সেজে হোলির দিনে কাকে রঙ মাখিয়ে ভুত করলেন সচিন? দেখুন ভিডিও04:55Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতে ফিরলেন রোহিতরা, দেখুন ভিডিও04:01IND vs NZ : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড: কে জিতবে, কি বলছে ক্রিকেট ভক্তরা, দেখুন07:33মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, ভারতীয় দলের শুভকামনায় চলছে দেশজুড়ে যজ্ঞ05:57অস্ট্রেলিয়াকে বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, শিলিগুড়িতে ভক্তদের উল্লাস05:26অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত, দেখুন কী বলছেন উচ্ছ্বসিত সমর্থকরা08:38India beats Pakistan : বিরাট-এর পাক-বধ, অকাল দীপাবলিতে মাতলো গোটা ভারত04:37India beats Pakistan : দুবাইতে ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে উল্লাসে মাতল ইন্ডিয়া
Read more