শনিবার আইপিএল-এর আপাত গুরুত্বহীন ম্যাচে দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস লড়াই। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে দিল্লি এবং ৮ নম্বরে পাঞ্জাব।
শনিবার আইপিএল-এর আপাত গুরুত্বহীন ম্যাচে দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস লড়াই। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে দিল্লি এবং ৮ নম্বরে পাঞ্জাব। দিল্লি আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। পাঞ্জাবেরও প্লে-অফে যাওয়ার সুযোগ প্রায় নেই। ফলে শনিবারের ম্যাচের ফল পয়েন্ট তালিকায় খুব একটা প্রভাব ফেলবে না। তবে দু'দলের কাছেই এই ম্যাচ সম্মানরক্ষার লড়াই। পাঞ্জাব জিতলে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে আসবে। এটাই শিখর ধাওয়ান, স্যাম কারানদের কাছে মোটিভেশন।