মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠে আইপিএল-এ দ্বিতীয় জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস । অসাধারণ পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে, ২৭ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি ।
মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। সহজেই ৭ উইকেটে জয় পেল সিএসকে। অসাধারণ পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। ২৭ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাহানে। ৪০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান করে মুম্বই। ১১ বলে বাকি থাকতেই সেই রান টপকে গেল সিএসকে।