রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৯ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। এই হারের ফলে প্লে-অফের লড়াইয়ে চাপে পড়ে গেল সঞ্জু স্যামসনের দল।
'আর আর ৫৯'। সোশ্যাল মিডিয়ায় এই নামে রাজস্থান রয়্যালসকে যদি ব্যঙ্গ করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৯ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। এই হারের ফলে প্লে-অফের লড়াইয়ে চাপে পড়ে গেল সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে, ১১২ রানে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল আরসিবি। ম্যাচের নায়ক ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখানো ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ও দুর্দান্ত বোলিং করা ওয়েন পার্নেল, মাইকেল ব্রেসওয়েল, করণ শর্মা। দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স ব্রেসওয়েলের।