চিপকে রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ পারফরম্যান্সের জেরে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার ঘরের মাঠে ফের চেন্নাই সুপার কিংসকে হারানোর লক্ষ্যে মাঠে নামছে সঞ্জু স্যামসন।
চিপকে রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ পারফরম্যান্সের জেরে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার ঘরের মাঠে ফের চেন্নাই সুপার কিংসকে হারানোর লক্ষ্যে মাঠে নামছে সঞ্জু স্যামসন। পয়েন্ট তালিকার শীর্ষে সিএসকে, ৩ নম্বরে রাজস্থান। বৃহস্পতিবার জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারেন সঞ্জু-অশ্বিনরা। রাজস্থানকে হারালে বাকি দলগুলির চেয়ে এগিয়ে যাবে সিএসকে। এই ম্যাচেও রাজস্থানের অন্যতম ভরসা অশ্বিন। ব্যাটিং বিভাগের সবচেয়ে বড় ভরসা ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সোয়াল। সিএসকে-র সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তরুণ পেসার তুষার দেশপাণ্ডেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।