জমে উঠেছে আইপিএল-এর লড়াই। আরসিবি-কে হারালে গুজরাট টাইটানসকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে কে এল রাহুলের দল। অন্যদিকে, লখনউকে হারাতে পারলে লড়াইয়ে থাকবে আরসিবি।
জমে উঠেছে আইপিএল-এর লড়াই। সব দলই ৮-৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। ফলে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই শুরু হয়ে গিয়েছে। প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় লখনউ সুপার জায়ান্টস। কিছুটা পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে সোমবারের ম্যাচ এই দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরসিবি-কে হারালে গুজরাট টাইটানসকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে কে এল রাহুলের দল। অন্যদিকে, লখনউকে হারাতে পারলে লড়াইয়ে থাকবে আরসিবি। লখনউ দল ছন্দে আছে। ফলে খুব একটা চিন্তা নেই রাহুলের। আরসিবি-র চিন্তা ব্যাটিং। বিরাট, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া কোনও ব্যাটার দলকে ভরসা দিতে পারছেন না। অন্যরা দায়িত্ব নিতে না পারলে জয় পাওয়া কঠিন।