অসাধারণ লড়াই করেও পাঞ্জাবকে জেতাতে পারলেন না অধিনায়ক শিখর ধাওয়ান। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে একা লড়াই করেন ধাওয়ান। পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ ।
পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। অসাধারণ লড়াই করেও পাঞ্জাবকে জেতাতে পারলেন না অধিনায়ক শিখর ধাওয়ান। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে একা লড়াই করেন ধাওয়ান। ওপেন করতে নেমে ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন ধাওয়ান। তাঁর দল ৯ উইকেটে ১৪৩ রান করে। ১৭.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় হায়দরাবাদ। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠি। ৩৭ রান করে অপরাজিত থাকেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম।