রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের লড়াইয়ে ভালো জায়গায় থাকবে রাজস্থান।
রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচের আগে পর্যন্ত ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে সঞ্জু স্যামসনের দল। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের লড়াইয়ে ভালো জায়গায় থাকবে রাজস্থান। সেটাই লক্ষ্য জস বাটলার, যশস্বী জয়সোয়ালদের। গত ম্যাচে রাজস্থানের ব্যাটিং লাইনআপ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ফলে হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক দল। হায়দরাবাদের হারানোর কিছু নেই। জিতলে একটু সম্মানজনক অবস্থানে যাবে। ফলে এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমারদের হাল্কাভাবে নিলে ভুল করবে রাজস্থান।