প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে আরসিবি-কে জিততেই হবে। একইসঙ্গে নেট রান রেটও ভালো রাখতে হবে বিরাটদের। ফলে চাপ আরসিবি-র উপরেই।
রবিবার আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ার লড়াই। প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ফলে এদিনের ম্যাচ হার্দিকদের কাছে শুধু ধারাবাহিকতা বজায় রাখার লড়াই। কিন্তু প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে আরসিবি-কে জিততেই হবে। একইসঙ্গে নেট রান রেটও ভালো রাখতে হবে বিরাটদের। ফলে চাপ আরসিবি-র উপরেই। পা ফস্কালেই মুম্বই ইন্ডিয়ানস বা রাজস্থান রয়্যালস প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে।