IPL 2023: আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি বিরাট-হার্দিক

প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে আরসিবি-কে জিততেই হবে। একইসঙ্গে নেট রান রেটও ভালো রাখতে হবে বিরাটদের। ফলে চাপ আরসিবি-র উপরেই।

রবিবার আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ার লড়াই। প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ফলে এদিনের ম্যাচ হার্দিকদের কাছে শুধু ধারাবাহিকতা বজায় রাখার লড়াই। কিন্তু প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে আরসিবি-কে জিততেই হবে। একইসঙ্গে নেট রান রেটও ভালো রাখতে হবে বিরাটদের। ফলে চাপ আরসিবি-র উপরেই। পা ফস্কালেই মুম্বই ইন্ডিয়ানস বা রাজস্থান রয়্যালস প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে।

03:36Rohit Sharma: ভক্তদের আবদার মেটালেন রোহিত, সকলকে লাইনে দাঁড় করিয়ে তুললেন সেলফি04:01Hardik Pandya: কৃষ্ণ প্রেমে মজেছেন হার্দিক, গাইলেন হরিনাম সংকীর্তন03:00হাউস কিপার সেজে হোলির দিনে কাকে রঙ মাখিয়ে ভুত করলেন সচিন? দেখুন ভিডিও04:55Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতে ফিরলেন রোহিতরা, দেখুন ভিডিও04:01IND vs NZ : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড: কে জিতবে, কি বলছে ক্রিকেট ভক্তরা, দেখুন07:33মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, ভারতীয় দলের শুভকামনায় চলছে দেশজুড়ে যজ্ঞ05:57অস্ট্রেলিয়াকে বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, শিলিগুড়িতে ভক্তদের উল্লাস05:26অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত, দেখুন কী বলছেন উচ্ছ্বসিত সমর্থকরা08:38India beats Pakistan : বিরাট-এর পাক-বধ, অকাল দীপাবলিতে মাতলো গোটা ভারত04:37India beats Pakistan : দুবাইতে ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে উল্লাসে মাতল ইন্ডিয়া
Read more