IPL 2024 Auction Live Updates: আইপিএল নিলামে দল পেলেন না স্টিভ স্মিথ

সংক্ষিপ্ত

এবারই প্রথম দেশের বাইরে হচ্ছে আইপিএল। দুবাইয়ের কোকা কোলা এরিনায় হচ্ছে ২০২৪ সালের আইপিএল-এর নিলাম। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। নিলামের মাধ্যমে শক্তিশালী দল গঠন করার লক্ষ্যে আইপিএল-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

10:06 PM (IST) Dec 19

আইপিএল নিলামে ৭২ জন ক্রিকেটারের জন্য খরচ করা হল ২৩০.৪৫ কোটি টাকা

মঙ্গলবার আইপিএল-এর নিলামে মোট ৭২ জন ক্রিকেটারকে দলে নিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। খরচ হল মোট ২৩০.৪৫ কোটি টাকা।

09:37 PM (IST) Dec 19

মহম্মদ নবিকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

08:55 PM (IST) Dec 19

২০২৪ সালের আইপিএল-এ খেলছেন না স্টিভ স্মিথ

মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলেই জায়গা পেলেন না স্টিভ স্মিথ। ফলে তাঁর পক্ষে ২০২৪ সালের আইপিএল-এ খেলা হচ্ছে না।

08:51 PM (IST) Dec 19

২ কোটি টাকা দিয়ে আফগানিস্তানের মুজিব-উর-রহমানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

08:40 PM (IST) Dec 19

আইপিএল নিলামে দল পেলেন না করুণ নায়ার

এবারের আইপিএল-এর নিলামে কোনও দলই করুণ নায়ারকে নিল না। অবিক্রিত থেকে গেলেন এই ব্যাটার।

08:20 PM (IST) Dec 19

রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস

২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটানস।

07:57 PM (IST) Dec 19

৪.৮ কোটি টাকা দিয়ে নুয়ান তুষারাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

'জুনিয়র লসিত মালিঙ্গা' হিসেবে পরিচিত হয়ে ওঠা শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাকে ৪.৮ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

07:47 PM (IST) Dec 19

৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন

মঙ্গলবার আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

07:41 PM (IST) Dec 19

২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।

07:38 PM (IST) Dec 19

১০ কোটি টাকা দিয়ে স্পেন্সার জনসনকে দলে নিল গুজরাট টাইটানস

অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে ১০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।

07:37 PM (IST) Dec 19

আইপিএল-এর নিলামে দল পেলেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ

মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে নিল না। অবিক্রিত থেকে গেলেন হোপ।

07:06 PM (IST) Dec 19

২.৪০ কোটি টাকায় এম সিদ্ধার্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস

২.৪০ কোটি টাকার বিনিময়ে এম সিদ্ধার্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

06:44 PM (IST) Dec 19

২.২ কোটি টাকায় গুজরাট টাইটানসে সুশান্ত মিশ্র

ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্রকে ২.২ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

06:24 PM (IST) Dec 19

৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যশ দয়াল

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রিঙ্কু সিং তাঁর বলেই ৫টি ওভার-বাউন্ডারি মারেন। সেই যশ দয়ালকে এবারের আইপিএল-এর নিলামে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

05:54 PM (IST) Dec 19

৭.৪০ কোটি টাকা দিয়ে শাহরুখ খানকে দলে নিল গুজরাট টাইটানস

২০২৩ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলা শাহরুখ খানকে ৭.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।

05:51 PM (IST) Dec 19

আইপিএল নিলামে ৮.৪০ কোটি টাকা পেলেন সমীর রিজভি

এবারের আইপিএল-এর নিলামের আগে সমীর রিজভিকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নিলামে ৮.৪০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিল চেন্নাই সুপার কিংস।

04:59 PM (IST) Dec 19

নিলামের শেষদিকে কলকাতা নাইট রাইডার্সের হাতে মাত্র ৬.৯৫ কোটি টাকা

মঙ্গলবার আইপিএল-এর নিলামের চতুর্থ সেট হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে মাত্র ৬.৯৫ কোটি টাকা।

04:22 PM (IST) Dec 19

বিপুল অর্থে দিলশান মদুশনাকাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

বেস প্রাইস ৫০ লক্ষ টাকা হলেও, ৪.৬ কোটি টাকা দিয়ে দিলশান মদুশনাকাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

04:10 PM (IST) Dec 19

১.৬ কোটি টাকা দিয়ে জয়দেব উনাদকাটকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

এবারের আইপিএল-এর নিলামে জয়দেব উনাদকাটের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ১.৬ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

03:48 PM (IST) Dec 19

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন মিচেল স্টার্ক

২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

03:35 PM (IST) Dec 19

আইপিএল নিলামে বিপুল দর পেলেন শিবম মাভি

৬.৪০ কোটি টাকা দিয়ে শিবম মাভিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। এবার পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে চাইছে লখনউ।

03:32 PM (IST) Dec 19

অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে দলে নিল গুজরাট টাইটানস

৫.৮০ কোটি টাকা দিয়ে ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে দলে নিল গতবারের রানার্স গুজরাট টাইটানস।

03:29 PM (IST) Dec 19

আইপিএল নিলামে ১১.৫০ কোটি টাকা পেলেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোশেফ

১১.৫০ কোটি টাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোশেফকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

03:25 PM (IST) Dec 19

মঙ্গলবার আইপিএল নিলামের তৃতীয় সেটে প্রথম কোনও ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় সৌরাষ্ট্রর বাঁ হাতি পেসার চেতন সাকারিয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

03:14 PM (IST) Dec 19

দক্ষিণ আফ্রিকার তারকা ট্রিস্টান স্টাবসকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

৫০ লক্ষ টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার তারকা ট্রিস্টান স্টাবসকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

02:48 PM (IST) Dec 19

আইপিএল নিলামে ১৪ কোটি টাকা পেলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল

নিউজিল্যান্ডের তারকা ড্যারিল মিচেলকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন মিচেল।

02:29 PM (IST) Dec 19

১১.৭৫ কোটি টাকা দিয়ে হর্ষল প্যাটেলকে দলে নিল পাঞ্জাব কিংস

আইপিএল নিলামে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন হর্ষল প্যাটেল। তাঁকে ১১.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল পাঞ্জাব কিংস।

02:26 PM (IST) Dec 19

৫০ লক্ষ টাকা দিয়ে আজমাতুল্লাহ ওমরজাইকে দলে নিল গুজরাট টাইটানস

বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই আফগানিস্তানের তারকা আজমাতুল্লাহ ওমরজাইকে দলে নিল গুজরাট টাইটানস।

02:23 PM (IST) Dec 19

৫ কোটি টাকা দিয়ে জেরাল্ড কোটজিকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

আইপিএল নিলামে জেরাল্ড কোটজির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

02:20 PM (IST) Dec 19

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স

২০.৫০ কোটি টাকা দিয়ে ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন কামিন্স।

02:17 PM (IST) Dec 19

পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরলেন শার্দুল ঠাকুর

আইপিএল নিলামে শার্দুল ঠাকুরের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।

02:15 PM (IST) Dec 19

বেস প্রাইসের প্রায় ৪ গুন দামে দল পেলেন রাচিন রবীন্দ্র

আইপিএল নিলামে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ১.৮০ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।

01:57 PM (IST) Dec 19

দেড় কোটি টাকা দিয়ে ওয়ানিন্দু হাসারঙ্গাকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএল নিলামের দ্বিতীয় সেটের শুরুতেই ওয়ানিন্দু হাসারঙ্গাকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বেস প্রাইসেই হাসারঙ্গাকে পেয়ে গেল হায়দরাবাদ।

01:51 PM (IST) Dec 19

আইপিএল নিলামের প্রথম সেটে দল পেলেন না স্টিভ স্মিথ

আইপিএল নিলামের প্রথম সেটে অবিক্রিত থেকে গেলেন স্টিভ স্মিথ, মণীশ পাণ্ডে, রিলি রসুউ ও করুণ নায়ার।

01:41 PM (IST) Dec 19

ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ককে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো ওপেনার ট্রেভিস হেডকে ৬.৮ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসও হেডকে দলে নিতে চেয়েছিল কিন্তু টেক্কা দিল হায়দরাবাদ।

01:39 PM (IST) Dec 19

আইপিএল নিলামে ৪ কোটি টাকা পেলেন হ্যারি ব্রুক

আইপিএল নিলামে ৪ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যারি ব্রুককে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

01:27 PM (IST) Dec 19

এবারের আইপিএল নিলামে প্রথম ক্রিকেটারকে দলে নিল রাজস্থান রয়্যালস

৭ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে দলে নিল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসেবে দল পেলেন পাওয়েল।

01:18 PM (IST) Dec 19

আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমলের বক্তব্যের মাধ্যমে শুরু নিলাম

আইপিএল নিলামের শুরুতেই বক্তব্য পেশ করলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল। তাঁর বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল নিলাম।

01:09 PM (IST) Dec 19

দুবাইয়ে শুরু হয়ে গেল আইপিএল নিলাম, চড়ছে উত্তেজনার পারদ

আইপিএল নিলামের প্রথম সেটে হ্যারি ব্রুক, ট্রেভিস হেড, করুণ নায়ার, মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, রিলি রসুউ ও স্টিভ স্মিথ।


More Trending News