হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

Published : Nov 14, 2024, 04:54 PM ISTUpdated : Nov 14, 2024, 05:18 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

কয়েকদিন পরেই আইপিএল ২০২৫-এর জন্য মেগা নিলাম হতে চলেছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার কাদের দলে নেবে, সে বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছে।

২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আইপিএল ২০২৫-এর জন্য মেগা নিলাম হতে চলেছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাতে আছেে ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যেই নতুন মরসুমের জন্য দল গঠন করতে হবে। ফলে কাদের দলে নেওয়া জন্য ঝাঁপানো হবে, সে বিষয়ে এখন আলোচনায় ব্যস্ত কেকেআর ম্যানেজমেন্ট। ক্রিকেট মহলে জল্পনা চলছে, নিলামে একজন বিদেশি উইকেটকিপার-ব্যাটার, অন্তত দুই ভারতীয় মিডল অর্ডার ব্যাটার, অন্তত একজন ভারতীয় অলরাউন্ডার, একজন বিদেশি ফাস্ট বোলার, অন্তত একজন ভারতীয় স্পিনারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তারপর আনক্যাপড ক্রিকেটারদের দলে নেওয়া হতে পারে।

ফিল সল্টকে দলে ফেরাবে কেকেআর?

এবার ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে ছেড়ে দিয়েছে কেকেআর। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সল্ট। ফলে তাঁকে দলে ফেরানোর চেষ্টা করতে পারে কেকেআর। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকেও দলে ফেরানোর চেষ্টা করা হতে পারে। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঈশান কিষান, জিতেশ শর্মাকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। টি-২০ ম্যাচে এক ওভারে ৭টি ওভার-বাউন্ডারি মারা আফগান ব্যাটার সিদিকুল্লাহ অটলকেও দলে নেওয়ার পরিকল্পনা করতে পারে কেকেআর।

বাংলাদেশের পেসারকে দলে নেবে কেকেআর?

অতীতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শাকিব আল-হাসান, লিটন দাস কেকেআর-এর হয়ে খেলেছে। এবার বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। এছাড়া ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে বিপুল অর্থের বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর। এই পেসারকেও এবার দলে ফেরানো হতে পারে। স্পিনের পাশাপাশি পেস বোলিং বিভাগকেও শক্তিশালী করাই কেকেআর ম্যানেজমেন্টের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে প্রথমবার ৫ উইকেট, আইপিএল নিলামের আগে ফর্মে অর্জুন তেন্ডুলকর

অবসর নিয়ে ধোনির পরিকল্পনা কী? জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস সিইও

আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে ২২৮ বলে ২৩৩, কেকেআর ম্যানেজমেন্টকে জবাব শ্রেয়াসের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?