MS Dhoni: '২ বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল,' ধোনিকে কটাক্ষ মনোজ তিওয়ারির

Published : Apr 06, 2025, 03:42 PM ISTUpdated : Apr 06, 2025, 04:02 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

IPL 2025, MS Dhoni: এবারের আইপিএল-এ (IPL 2025) ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন না চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে হারের পর তাঁর সমালোচনা চলছে।

Manoj Tiwary on MS Dhoni: ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) চ্যাম্পিয়ন করার পরেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসর নেওয়া উচিত। এমনই দাবি করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক এবং জাতীয় দলে ধোনির প্রাক্তন সতীর্থ মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তাঁর মতে, এবারের আইপিএল-এ (IPL 2025) সিএসকে সমর্থকদের শ্রদ্ধা হারাচ্ছেন ধোনি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেছেন, 'আমার মনে হয়, ২০২৩ সালেই ধোনির অবসর নেওয়ার উপযুক্ত সময় ছিল। সেবার তিনি আইপিএল ট্রফি জেতেন। সেই সময়ই তাঁর অবসর নেওয়া উচিত ছিল। তিনি ক্রিকেট থেকে যে খ্যাতি, সুনাম ও শ্রদ্ধা অর্জন করেছেন, তা গত দু'বছরে হারিয়ে যাচ্ছে। তিনি যেভাবে খেলছেন, তাতে শ্রদ্ধা হারাচ্ছেন।'

ধোনির পারফরম্যান্সে হতাশ মনোজ

ধোনির পারফরম্যান্সের বিষয়ে মনোজ বলেছেন, 'অনুরাগীরা তাঁকে এভাবে খেলতে দেখতে পারছেন না। ধোনি আর আগের মতো খেলতে পারছেন না। বছরের পর বছর ধরে তিনি অনুরাগীদের যে ভরসা দিয়ে এসেছেন, বিশেষ করে চেন্নাইয়ের অনুরাগীদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, তা হারাচ্ছেন। গতকালের ম্যাচের পর যেভাবে সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন এবং তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ধোনির জাদু আর কাজ করছে না।'

ধোনির সমালোচনায় সিএসকে সমর্থকরা

এবারের আইপিএল-এ ধোনি এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭৬ রান করেছেন। শনিবার ২৬ বল খেলে ৩০ রান করে অপরাজিত থাকেন এই তারকা। দলের প্রয়োজনের সময় তিনি রানের গতি বাড়াতে পারেননি। তাঁর ব্যাটিং দেখে একবারও মনে হয়নি দলকে জেতানোর চেষ্টা করছেন। টানা তৃতীয় ম্যাচে হেরে গেল সিএসকে। দিল্লির বিরুদ্ধে হারের পর সিএসকে সমর্থকরা ধোনির সমালোচনা শুরু করেছেন। আইপিএল-এর ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। এর আগে কোনওদিন ধোনির সমালোচনা করেননি সিএসকে সমর্থকরা। কিন্তু এবার তাঁরা আর ধোনির উপর ভরসা রাখতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?