KL Rahul: আইপিএল-এর প্রথম ২ ম্যাচে নেই কে এল রাহুল, কারণ জানলে খুশিই হবেন অনুরাগীরা

IPL 2025: গতবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন কে এল রাহুল। তবে এবার এই উইকেটকিপার-ব্যাটার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। তিনি অক্ষর প্যাটেলের নেতৃত্বে খেলবেন।

KL Rahul-Athiya Shetty: এবারের আইপিএল-এ (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তারকা উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। কারণ, তাঁর স্ত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) সেই সময়ই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। তাঁর পাশে থাকার জন্যই খেলবেন না রাহুল। এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। তিনি অস্ট্রেলিয়ার পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) স্ত্রী। এবারের আইপিএল-এ রাহুলের সতীর্থ স্টার্ক। তাঁর মাধ্যমেই অ্যালিসা সুখবর পেয়েছেন। তিনি আবার সেই খবর ফাঁস করে দিলেন। গত বছরের নভেম্বরে রাহুল ও আথিয়া তাঁদের প্রথম সন্তানের আসন্ন আগমনের বার্তা দিয়েছিলেন। এবার তাঁদের সন্তান ভূমিষ্ট হতে চলেছে। রাহুল ও আথিয়া, তাঁদের পরিবার, বন্ধুদের পাশাপাশি সতীর্থরাও এই খবরে খুশি।

ইউটিউব চ্যানেলে রাহুলকে নিয়ে সুখবর দিলেন অ্যালিসা

Latest Videos

এক ইউটিউব চ্যানেলে অ্যালিসা বলেছেন, ‘হ্যারি ব্রুক নেই। ফলে ওর পরিবর্ত খেলোয়াড় কে হবে, সে বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। ওদের দলে কে এল রাহুল আছে। কিন্তু আমার মনে হয়, ও প্রথম দুই ম্যাচে খেলবে না। ওর প্রথম সন্তানের জন্ম হতে চলেছে। এটা খুবই ভালো বিষয়। ওদের দলে তরুণ ক্রিকেটাররা আছে। তাছাড়া ওদের দলে কে এল রাহুলও আছে। যে টি-২০ ক্রিকেটে ইনিংস গড়তে পারে। ওর খেলা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।’

 

 

এবারের আইপিএল-এ নতুন চ্যালেঞ্জ রাহুলের

এবারের আইপিএল-এর নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। নিলামে এই তারকাকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। অনেকে মনে করেছিলেন, এত টাকা দিয়ে রাহুলকে দলে নেওয়ার পর তাঁকেই অধিনায়ক করবে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। তবে রাহুলকে অধিনায়ক করা হয়নি। অক্ষরকে অধিনায়ক করা হয়েছে। সাধারণ খেলোয়াড় হিসেবেই এবার ভালো পারফরম্যান্স দেখাতে চান রাহুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'৩১ মার্চের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে...' চরম হুঁশিয়ারি শুভেন্দুর | Suvendu Adhikari
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest
খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু, হিন্দু ভোটারদের বাংলাদেশী বানানোর চক্রান্ত! দেখুন | Suvendu Adhikari
আকাশে উড়ছে ড্রোন, উগ্রপন্থীদের খোঁজে চিরুনি তল্লাশি, আতঙ্ক এলাকায় | Search Operation | Hiranagar