IPL 2025 Final: কলকাতার কপাল পুড়ছে, ইডেন থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সরছে আইপিএল ফাইনাল

Published : May 13, 2025, 03:07 PM ISTUpdated : May 13, 2025, 03:44 PM IST
narendra modi stadium

সংক্ষিপ্ত

IPL Final 2025: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Conflict) মধ্যে স্থগিত হয়ে গেলেও, ফের আইপিএল (IPL 2025) শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইপিএল-এর পরিবর্তিত সূচি নিয়ে আলোচনা চলছে।

IPL 2025 Final Rescheduled: গুজরাটের কাছে হার বাংলার! ফের বঞ্চিত হতে চলেছে বাংলা। রাজনীতি, অর্থনীতি বা অন্য কোনও ক্ষেত্রে নয়, খেলার মাঠে বঞ্চনার শিকার হতে চলেছে বাংলা। এবারের আইপিএল-এর (IPL 2025) ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, আইপিএল ফাইনাল কলকাতা থেকে সরে যাচ্ছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনাল হতে পারে। ১ জুন হতে পারে আইপিএল-এর কোয়ালিফায়ার ২। এরপর ৩ জুন হতে পারে আইপিএল ফাইনাল। এই দুই ম্যাচই হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আইপিএল-এর পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি নতুন সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই।

কেন কলকাতা থেকে সরে যাচ্ছে আইপিএল ফাইনাল?

বিসিসিআই সূত্রে খবর, আবহাওয়ার জন্যই ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনাল সরে যেতে পারে। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নিচ্ছে বিসিসিআই। কলকাতার পাশাপাশি দেশের অন্য কোন শহরগুলিতে চলতি মাসের শেষদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সে বিষয়েও খোঁজ নিচ্ছে বিসিসিআই। আমেদাবাদে যদি বৃষ্টির পূর্বাভাস না থাকে, তাহলে সেখানেই কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হতে পারে। তবে মুম্বইয়েও কয়েকদিন আগে প্রবল বৃষ্টি হয়েছে। এখনও এই শহরের আবহাওয়া থমথমে হয়ে রয়েছে। এই কারণে এখনও আইপিএল-এর পরিবর্তিত সূচি ঘোষণা করেনি বিসিসিআই

উত্তর ভারতের কোনও শহরে হবে আইপিএল কোয়ালিফায়ার?

বিসিসিআই সূত্রে খবর, দিল্লি, লখনউয়ের আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখা হচ্ছে। জয়পুরের আবহাওয়ারও খোঁজ নেওয়া হচ্ছে। এই তিন শহরের কোনও একটিতে আইপিএল-এ প্লে-অফ হতে পারে। চলতি আইপিএল-এ ১৭টি ম্যাচ বাকি। ৬টি শহরে এই ম্যাচগুলি আয়োজন করা হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি ম্যাচ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া সহজ হবে, এমন শহরগুলি নিয়েও আলোচনা করছে বিসিসিআই

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা