IPL 2025 Final: ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম চূড়ান্ত করল বিসিসিআই

Published : May 20, 2025, 09:02 PM ISTUpdated : May 20, 2025, 09:18 PM IST
IPL 2025 Final: ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম চূড়ান্ত করল বিসিসিআই

সংক্ষিপ্ত

IPL Final 2025: এবারের আইপিএল স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত ঠিক ছিল ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু ফের এই লিগ শুরু হওয়ার পর কলকাতা থেকে সরিয়ে নেওয়া হল ফাইনাল ও প্লে-অফ।

IPL 2025 Final Playoffs Venue: কয়েকদিন আগেই জানা গিয়েছিল, কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সরে যাচ্ছে আইপিএল ফাইনাল (IPL 2025 Final)। মঙ্গলবার এ বিষয়ে সিলমোহর দিল বিসিসিআই (BCCI)। কোয়ালিফায়ার টু ও আইপিএল ফাইনাল হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মুলানপুর স্টেডিয়ামে হবে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘০টি অ্যাকশন-প্যাকড লিগ-পর্বের ম্যাচ শেষে নিউ চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে ২৯ মে বৃহস্পতিবার শীর্ষ দুই দলের মধ্যে কোয়ালিফায়ার ১ এবং ৩০ মে শুক্রবার এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ জুন রবিবার কোয়ালিফায়ার ২ এবং ৩ জুন মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টাটা আইপিএল-এর ১৮-তম আসরের বিজয়ী দলকে ফাইনালে তাজ পরিয়ে দেওয়া হবে।’

বেঙ্গালুরু থেকেও সরে গেল ম্যাচ 

২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে বিসিসিআই সচিব জানিয়েছেন, ‘বেঙ্গালুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে টাটা আইপিএল-এর ৬৫ নম্বর ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে।’

প্লে-অফে আরসিবি

১৭ পয়েন্ট নিয়ে আরসিবি ইতিমধ্যেই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। বিরাট কোহলিদের (Virat Kohli) এখনও দু'টি ম্যাচ বাকি। তাঁরা বর্তমানে আট জয়, তিন হার এবং একটি ফলাফলবিহীন ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, হায়দরাবাদ চলতি ১৮-তম আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তারা বর্তমানে চার জয়, সাত হার এবং একটি ফলাফলবিহীন ম্যাচ নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এর আগে, রজত পতিদারের (Rajat Patidar) নেতৃত্বাধীন আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচটি শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। চলতি প্রতিযোগিতার ৫৮ নম্বর ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কেকেআর প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। তারা এখন পাঁচ জয় এবং ছয় পরাজয় নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ১৩।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত