Subhankar Das | Published : Mar 17, 2025 8:40 PM
110
)
IPL 2025: প্রথমেই আছে ওয়েস্ট ইন্ডিজের সেই বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল (Chris Gayle)
তিনি যেদিন জ্বলে উঠতেন, সেইদিন বিপক্ষ একেবারে কুপোকাত।
210
পরিসংখ্যান বলছে, ৬৬ বলের ১৭৫ ইনিংস খেলেছিলেন তিনি
গত ২০১৩ সালে, পুনে বনাম বেঙ্গালুরু ম্যাচে তিনি এই রেকর্ড গড়েন (IPL Highest Run Scorer)।
310
ঠিক তারপরেই তালিকাতে আছেন ব্রেন্ডন ম্যাককুলাম (Brendon Mccullum)
এই রেকর্ডটি তিনি গড়েছিলেন ২০০৮ সালে।
410
খেলেন ৭৩ বলে ১৫৮ রানের অনবদ্য ইনিংস
প্রথম বছর আইপিএল-এর প্রথম ম্যাচেই কেকেআর জার্সিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি এই নজির গড়েন (IPL Highest run scorer in single season)।
510
তৃতীয় স্থানে রয়েছেন কুইন্টন ডি কক (Quinton De Kock)
লখনউ বনাম কলকাতা ম্যাচে এই রেকর্ডটি তৈরি হয়।
610
২০২২ সালের ম্যাচ ছিল এটি
৭০ বলে ১৪০ রানের অসাধারণ একটি ইনিংস উপহার দেন তিনি (IPL highest individual run scorer)।
710
এরপর আসা যাক এবি ডি ভিলিয়ার্সের কথায় (AB De Villiers)
গত ২০১৫ সালে বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচে নজিরটি গড়েন এই তারকা ব্যাটার।
810
খেলেন ৫৯ বলে ১৩৩ রানের ঝকঝকে ইনিংস
910
সবশেষে আছে কেএল রাহুল (KL Rahul)
রেকর্ড রয়েছে এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের দখলেও।
1010
গত ২০২০ সালে এই নজির গড়েন তিনি (highest individual run scorer in ipl history)
৬৯ বলে ১৩২ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দেন রাহুল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।