Jasprit Bumrah: ফের স্ট্রেস ফ্র্যাকচারের আশঙ্কা, আইপিএল-এ অনিশ্চিত জসপ্রীত বুমরা?

সংক্ষিপ্ত

Jasprit Bumrah Injury: এবারের আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরা খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।

Jasprit Bumrah Injury Update: এপ্রিলের শুরুতেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) দলে যোগ দেবেন বলে যে আশা তৈরি হয়েছিল, তা সম্ভবত হচ্ছে না। এই পেসারকে হয়তো আরও অন্তত দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিসিসিআই (BCCI) সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই পেসারের চোটের বিষয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ফিট হয়ে উঠলে তবেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যদি বুমরা ফিট হয়ে যান, তাহলে বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে মুম্বই ইন্ডিয়ানস দলে যোগ দেওয়ার অনুমতি দিতে পারে। কিন্তু কোনও নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। ফলে চলতি আইপিএল-এ (IPL 2025) বুমরার খেলা অনিশ্চিত।

ফের স্ট্রেস ফ্র্যাকচারের আশঙ্কা

Latest Videos

বুমরা এখন বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন। তাঁকে নেটে বোলিং করতেও দেখা গিয়েছে। কিন্তু তিনি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। তাড়াহুড়ো করে ম্যাচ খেলতে নেমে পড়লে ফের স্ট্রেস ফ্র্যাকচারের আশঙ্কা রয়েছে। নেটে বোলিং করলেও, পুরো ছন্দ ফিরে পাননি এই পেসার। তাঁর সম্পূর্ণ ফিট হতে সময় দরকার। এ বিষয়ে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘বুমরার চোট নিয়ে একটু চিন্তা রয়েছে। ওর যাতে স্ট্রেস ফ্র্যাকচার না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই মেডিক্যাল টিম। বুমরা নিজেও সতর্ক রয়েছে। ও সেন্টার অফ এক্সসেলেন্সে বোলিং করছে। কিন্তু ওর পুরোদমে বোলিং শুরু করতে বেশি সময় লাগতে পারে। ওর মাঠে ফেরার জন্য কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে ও ফিট হয়ে যাবে।’

জানুয়ারি থেকে মাঠের বাইরে বুমরা

এ বছরের জানুয়ারিতে সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচ চলাকালীন কোমরে চোট পান বুমরা। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি এই পেসার। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। জুনে ইংল্যান্ড সফরের আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর