IPL 2025: রেকর্ডের সামনে দাঁড়িয়ে রাহানে, ধোনি-শ্রেয়সকে ছাপিয়ে কোন নজির গড়বেন তিনি?

Published : Mar 16, 2025, 02:22 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। আগামী ২২ মার্চ থেকে শুরু মেগা টি-২০ ক্রিকেট লিগ (T-20 Cricket League)।

IPL 2025: প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। আর সেই ম্যাচ খেলতে নামলেই কার্যত, রেকর্ড গড়ে ফেলবেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কারণ, তিনি ছাপিয়ে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি এবং শ্রেয়স আইয়ারকেও।

পরিসংখ্যান বলছে, রাহানেই হবেন প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার, যিনি তিনটি দলকে আইপিএলে নেতৃত্ব দেবেন। যদিও সেই শুরুটা হয়েছিল ২০১৭ সাল থেকে। সেইবার রাইজ়িং পুণে সুপারজায়ান্টের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। কিন্তু তিনি একটি ম্যাচেও মাঠে নামতে না পারায় অধিনায়কের দায়িত্ব সামলান অজিঙ্ক রাহানে (IPL 2025 Schedule)।

তারপর ২০১৮ সালে, স্মিথ এবং রাহানে দুজনকেই দলে নেয় রাজস্থান রয়্যালস। সেইবার স্মিথকে অধিনায়ক করেছিল তারা। কিন্তু ঠিক ঐ বছরেই ‘স্যান্ডপেপারগেট’বিতর্কে দোষী প্রমাণিত হওয়ায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় স্মিথকে। ফলে, স্বাভাবিকভাবেই রাহানেকে অধিনায়ক করে দেয় রাজস্থান।

পরেরবার আবার স্মিথ ফিরে এলে তাঁকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সেইবারও মাঝপথে স্মিথ হটাৎ দেশে ফিরে যান এবং নেতৃত্বের দায়িত্ব নেন রাহানে। আর এবার নিলামে কেকেআর কিনেছে রাহানেকে। প্রথমে মনে করা হচ্ছিল যে, ভেঙ্কটেশ আইয়ার হয়ত অধিনায়ক হবেন (IPL 2025 News)।

কিন্তু ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনা একজন ক্রিকেটারের বদলে দেড় কোটি টাকার রাহানের উপরই ভরসা রেখেছে নাইট টিম ম্যানেজমেন্ট। নিঃসন্দেহে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে, এবার তৃতীয় একটি দলের নেতৃত্ব দিতে চলেছেন এই তারকা ব্যাটার।

ভারতের ২ জন ক্রিকেটার আইপিএলে দুটি আলাদা আলাদা দলকে নেতৃত্ব দিয়েছেন। ধোনি এবং শ্রেয়স। ধোনি চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাইজ়িং পুণে সুপারজায়ান্টের অধিনায়ক ছিলেন। আর এদিকে শ্রেয়স দিল্লী ক্যাপিটালস এবং কলকাতার অধিনায়ক ছিলেন।

গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। ফলে, এবার একটু বাড়তি চাপ থাকবে রাহানের কাঁধে। তবে আইপিএলে আরও তিনজন ক্রিকেটার রয়েছেন, যারা অন্য তিনটি দলেরও অধিনায়ক হয়েছেন। তবে তিনজনই এক্ষেত্রে বিদেশি। মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং স্মিথ আইপিএলে তিনটি আলাদা দলের নেতৃত্ব দিয়েছেন। এবার সেই তালিকায় প্রথম ভারতীয় হিসেবে আসতে চলেছেন অজিঙ্ক রাহানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?